ঘোষনা:
শিরোনাম :
প্রতিষ্ঠার পর থেকেই সাফল্যের সাথে কাজ করছে ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামার। সৈয়দপুরে সরকার নির্ধারিত দামের দ্বিগুণ দরে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ সৈয়দপুরে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত নীলফামারীতে জেলা মহিলা আওয়ামীলীগের মানববন্ধন অভিযোগ সত্ত্বেও নির্বাচনী ফল মেনে নিলেন প্রার্থীরা নীলফামারীতে শিক্ষার্থীদের শব্দ সচেতনতামুলক প্রশিক্ষণ হলুদ সাংবাদিকতা রোধে তালিকা করা হচ্ছে; প্রেস কাউন্সিল চেয়ারম্যান নীলফামারীতে সার্বিক আইন-শৃঙ্খলা ডিউটি পরিদর্শন করেন পুলিশ সুপার নীলফামারীতে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন ও অর্থদন্ড অবরোধকালে চট্টগ্রাম সিটি গেট এলাকায় গাড়ি ভাংচুর, সড়কে টায়ার পুড়িয়ে বিক্ষোভ, আটক ১০
নীলফামারীতে নুসরাত জাহানের হত্যাকান্ডের ন্যায়বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঘন্টাব্যাপি মানববন্ধন।

নীলফামারীতে নুসরাত জাহানের হত্যাকান্ডের ন্যায়বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঘন্টাব্যাপি মানববন্ধন।

নীলফামারী প্রতিনিধি ॥
নীলফামারীতে নুসরাত জাহানের হত্যাকান্ডের ন্যায়বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঘন্টাব্যাপি মানববন্ধন হয়েছে।আজ মঙ্গলবার সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজনে চৌরঙ্গী মোড় স্মৃতি অম্লান চত্বরে ঘন্টাব্যাপি মানববন্ধনে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ছাড়াও পেশাজীবি সংগঠনের নেতা কর্মী,সাংবাদিকরা অংশগ্রহন করেন।

বক্তারা সকলে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।এ সময় বক্তব্য রাখেন, সাংবাদিক মিল্লাদুর রহমান মামুন, আব্দুর রশিদ,উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র জেলা সমন্বয়কারী মতিয়া বেগম মুক্তি এবং টিআইবির এরিয়া ম্যানেজার আসাদুজ্জামান। মানববন্ধনে ‘নুসরাত হত্যার ন্যায়বিচার চাই, চাই দায়ীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ’ ধারণা পত্র উপস্থাপন করেন ইয়েস গ্রুপের সদস্য জোবায়দা বেগম জবা।বক্তারা তাদের বক্তব্যে আরও বলেন,নুসরাত হত্যাকান্ডে চিহ্নিত, গ্রেফতারকৃত ও ইতোমধ্যেই যারা পরিকল্পনা ও নির্দেশদাতা হিসেবে দায় স্বীকার করেছেন তাদের সকলের দ্রুত কঠোর বিচারের আওতায় আনার আহবান জানান। তাঁরা বলেন, মানুষ দৃষ্টান্ত চায় এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখে। এছাড়া মানববন্ধনে শুধু নুসরাত নয় সারা দেশে নারীর প্রতি সহিংসতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া সহ আরো যেসব নারী নির্যাতনের মামলা বিচারিধীন রয়েছে সেগুলোর দ্রুত বিচার সম্পন্ন করার দাবী জানানো হয়।

 





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST