ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে গণমাধ্যমকর্মীকে লাঞ্চিত করায় প্রতিবাদ সমাবেশ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলামুক্ত সেবা দানে প্রধানমন্ত্রীর নির্দেশ নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসে তথ্য চাইতেই গণমাধ্যমকর্মীর উপর চড়াও কিশোরগঞ্জে দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকর্তার অপসরণ ও শাস্তির দাবিতে নীলফামারীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা ও সন্মননা স্মারক প্রদান ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর এশিয়া কাপ আরচারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয় নীলফামারীতে রোজিনা হত্যার বিচার কবে হবে জানতে চায় তার পরিবার ডিমলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন-মাননীয় প্রধানমন্ত্রী
নীলফামারীতে নুসরাত জাহানের হত্যাকান্ডের ন্যায়বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঘন্টাব্যাপি মানববন্ধন।

নীলফামারীতে নুসরাত জাহানের হত্যাকান্ডের ন্যায়বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঘন্টাব্যাপি মানববন্ধন।

নীলফামারী প্রতিনিধি ॥
নীলফামারীতে নুসরাত জাহানের হত্যাকান্ডের ন্যায়বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঘন্টাব্যাপি মানববন্ধন হয়েছে।আজ মঙ্গলবার সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজনে চৌরঙ্গী মোড় স্মৃতি অম্লান চত্বরে ঘন্টাব্যাপি মানববন্ধনে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ছাড়াও পেশাজীবি সংগঠনের নেতা কর্মী,সাংবাদিকরা অংশগ্রহন করেন।

বক্তারা সকলে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।এ সময় বক্তব্য রাখেন, সাংবাদিক মিল্লাদুর রহমান মামুন, আব্দুর রশিদ,উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র জেলা সমন্বয়কারী মতিয়া বেগম মুক্তি এবং টিআইবির এরিয়া ম্যানেজার আসাদুজ্জামান। মানববন্ধনে ‘নুসরাত হত্যার ন্যায়বিচার চাই, চাই দায়ীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ’ ধারণা পত্র উপস্থাপন করেন ইয়েস গ্রুপের সদস্য জোবায়দা বেগম জবা।বক্তারা তাদের বক্তব্যে আরও বলেন,নুসরাত হত্যাকান্ডে চিহ্নিত, গ্রেফতারকৃত ও ইতোমধ্যেই যারা পরিকল্পনা ও নির্দেশদাতা হিসেবে দায় স্বীকার করেছেন তাদের সকলের দ্রুত কঠোর বিচারের আওতায় আনার আহবান জানান। তাঁরা বলেন, মানুষ দৃষ্টান্ত চায় এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখে। এছাড়া মানববন্ধনে শুধু নুসরাত নয় সারা দেশে নারীর প্রতি সহিংসতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া সহ আরো যেসব নারী নির্যাতনের মামলা বিচারিধীন রয়েছে সেগুলোর দ্রুত বিচার সম্পন্ন করার দাবী জানানো হয়।

 





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST