রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ
ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা নুরবক্ত নামের এক কৃষকের ৫টি গরু চুরি হয়েছে।
সোমবার গভীর রাতে পাঁকা গোয়াল ঘড়ের টিনের দরজা কেটে চোরের দল ২টি গাভী, একটি ষাড় ও দুটি বাছুর চুরি করে নিয়ে যায় যাহার আনুমানিক মূল্য ২লক্ষাধিক টাকা। চুরি যাওয়া গরুর মালিক হরিনচড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মনছুর আলীর ছেলে নুরবক্ত জানায়, চোরের দল আমার ৫টি গরু চুরি করে আমাকে নিঃস্ব করে দিয়েছে। হরিনচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম জানায়,গত ২/৩মাস আগে ৯নং ওয়ার্ডে দুটি বাড়ীতে গরু চুরির ঘটনা ঘটে। আজ আবারো ৫টি গরু চুরি হয়েছে। গত এক বছর আগে ১নং ওয়ার্ডের মমিনুর রহমানের বাড়ী থেকে ১৭টি চোরাই গরু উদ্ধার করার পর গরু চুরি বন্ধ হয়ে যায়। বর্তমানে আবারো গরু চুরি শুরু হয়েছে। গরু চুরি বৃদ্ধি পাওয়ার ঘটনায় এলাকাবাসী আতংকিত হয়ে পড়েছে। ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান গরু চুরির বিষয়টি নিশ্চিত করেন।