রতন কুমার রায়-নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে নিউ গ্রামীন মটর’স লিমিটেডের এইচ পাওয়ার মটর’স ব্রান্ডের মটরসাইকেল শো-রুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(৩০এপ্রিল)সন্ধায় নীলফামারী ডালপট্টি বাজারের ষ্টেশন রোডস্থ জননী কমপ্লেক্সে ভবনে মটর সাইকেল এইচ পাওয়ার মটর’স ব্রান্ডের মটর সাইকেল শো-রুমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-নীলফামারী চেম্বার অব কমার্সের পরিচালক হামিদুল ইসলাম,ডালপট্টি বাজার জামে মসজিদের খতিব মাওলানা মুফতি হাবিবুল্লাহ,খোকসাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশাফুদৌলা,নিউ গ্রামীন মটর’স লিমিটেডের এরিয়া ম্যানেজার আবু নাসের সেলিম,জোনাল সেলস ম্যানেজার শহিদুল ইসলাম সেলিম প্রমূখ। এর আগে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।