ঘোষনা:
শিরোনাম :
হিট স্ট্রোকের আগে কি কি,উপসর্গ হতে পারে সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আশঙ্কাজনক ৩ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে নীলফামারী সাতক্ষীরায় ভিডিও কলে রেখে ঘরে গলায় ফাঁস দিয়ে বিউটিশিয়ানের আত্মহত্যা নীলফামারীতে ঘোড়ার প্রতি পাকে,পরিবারে জীবনের গল্পটা কস্টের নীলফামারীতে কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজের উদ্বোধন ঈদে বাড়ি ফেরা হলো না, শিশু সন্তান সহ পরিবারের  ঈদে ৫ দিন বন্ধের পরে, সাতক্ষীরা স্থলবন্দরে আমদানী-রপ্তানী শুরু, কর্মচাঞ্চল্য
জলঢাকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহ দল’ এর সক্রিয় এক সদস্য গ্রেপ্তার।

জলঢাকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহ দল’ এর সক্রিয় এক সদস্য গ্রেপ্তার।

জলঢাকা (নীলফমারী) প্রতিনিধি,
নীলফামারীর জলঢাকা উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহ দলের সক্রিয় এক সদস্যকে জলঢাকা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়। সোমবার বিকালে সাংবাদিকদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন (ডিবি) পুলিশ। সোমবার ভোর রাতে জলঢাকা পৌর শহরের বগুলাগাড়ি বারঘড়িয়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. নূরন্নবী (২০) একই উপজেলার কৈমারী ইউনিয়নের গাবরোল বালাপাড়া গ্রামের মাকসুদার রহমানের ছেলে। বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক কে.এম আজমিরুজ্জামান। জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান,‘নাশকতা ঘটনার পরিকল্পনায়’ চলতি বছরের ১১ মার্চ রাতে জলঢাকা পৌর শহরের বারঘড়িপাড়াস্থ জনৈক মিলনের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহ দলের রংপুর বিভাগীয় তত্বাবধায়ক সাইফুল আলমের নেতৃত্বে সক্রিয় সদস্যরা সংগঠিত হন। এমন গোপন খবর পেয়ে রাতেই জলঢাকা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথভাবে ওই বাড়িতে অভিযান চালিয়ে সংগঠনের রংপুর বিভাগীয় তত্বাবধায়ক সাইফুল ইসলাম ও নীলফামারী জেলার নায়েক জিকরুল হককে আটক করা হলেও সংগঠনের সক্রিয় সদস্য মিলন (২৫), নূরন্নবী (২০) সহ আল্লাহর দলের উপজেলার কয়েকজন সদস্যরা পালিয়ে যায়।এঘটনায় পরের দিন সকালে গ্রেপ্তারকৃত দুইজনসহ আরো তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো বেশ ক’জনের নামে জলঢাকা থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-১৩) এর ৬(২) এর (ই)(ঈ) /৭/৮/১০/১১/১২/১৩ মামলা দায়ের করেন জলঢাকা থানার উপ-পরিদর্শক নিশার আলী তিতুমীর ।’নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক কে.এম আজমিরুজ্জামান বলেন,‘মামলা দায়েরের পর থেকে আসামীদের গ্রেপ্তার করতে থানা ও ডিবি পুলিশ যৌথভাবে জেলাসহ আশপাশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছে। সোমবার ভোর রাতে গোপন খবর পেয়ে মামলার ৪নম্বর আসামী নূরন্নবীকে গ্রেপ্তার করে। বিকালে তাকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাকী আসামীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST