রংপুর প্রতিবেদক,
রংপুরের পীরগঞ্জে ট্রাক চাপায় এক হাইওয়ে পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। ঘাটক ট্রাকটি আটক হলেও এর চালক ও হেলপার পালিয়েছে। এঘটনায় বড়দরগা হাইওয়ে থানায় সড়ক নিরাপত্তা আইনে মামলা করেছে পুলিশ।
হাইওয়ে পুলিশ রংপুরের সহকারী পুলিশ সুপার জাহিদ হোসেন চৌধুরী জানিয়েছেন, শুক্রবার দুপুরে বড়দরগা হাইওয়ে পুলিশ ফারির সামনে রংপুর-ঢাকা মহাসড়কে নষ্ট হয়ে পরে থাকা একটি মালবোঝাই ট্রাক সরিয়ে নেয়ার সময় বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক কনস্টেবল মাসুদ রানাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত পুলিশ কনষ্টবল মাসুদ রানার বাড়ি দিনাজপুরের নবাবগজ্ঞ উপজেলার সতেরপাড়া গ্রামে।