স্টাফ রিপোর্টার,
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে শুভ বিজয়াদশমীর দিনে সনাতন ধর্মাবলম্বী দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন সম্মানিত জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী। জেলা প্রশাসনের আয়োজনে জেলা পূজা উদযাপন কমিটি,নীলফামারীর সহযোগিতায় এসময় জেলা প্রশাসক মহোদয় সনাতন ধর্মাবলম্বী সকলকে শুভ বিজয়াদশমীর শুভেচ্ছা জানান এবং সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক বিজয়া দশমী উদযাপন করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। এসময় উপস্থিত ছিলেন সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), নীলফামারী মহোদয়; চেয়ারম্যান, উপজেলা পরিষদ, নীলফামারী সদর মহোদয়; উপজেলা নির্বাহী অফিসার,নীলফামারী সদর মহোদয়; জেলা পূজা উদযাপন কমিটির সম্মানিত সদস্যবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।মিডিিয়া সেেল,নীলফামারী।