মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টারঃ নীলফামারী সদর উপজেলার টুপামারীতে দীর্ঘ ৯ বছর পর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।
দীর্ঘ ৯ বছর ধরে সীমানা জটিলতায় ভোট বন্ধ থাকার পর এলাকাবাসী তাদের ইউনিয়ন পরিষদকে নতুন সাজে সাজাতে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি ভোটকেন্দ্রেই নারী ও পুরুষ ভোটাররা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোট প্রদান করেন। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্নভাবে ভোটগ্রহনের চিত্র দেখা যায়।
তথ্য মতে, টুপামারী ইউনিয়নে ভোটার সংখ্যা ২০ হাজার ৯৯৭ জন। এর মধ্যে নারী ভোটার ১০ হাজার ২৩৫ জন ও পুরুষ ভোটার ১০ হাজার ৭৬২ জন।ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এরা হলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকে আবুল কাশেম শাহ, বিএনপির ধানের শীষ প্রতীকে ছাইয়েদুর রহমান মজনু ও চশমা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির। এছাড়াও নয় ওয়ার্ডে সদস্য পদে ৩৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে রয়েছেন ১৭ জন প্রার্থী ।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আফতার উজ্জামান বলেন, ভোট গ্রহনে জন্য নয়টি কেন্দ্রে ৫৮টি বুথ স্থাপন করা হয়েছে। সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত টানা ভোট গ্রহন চলছে। এজন্য নয়জন প্রিজাইটিং কর্মকর্তা, নয়জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ১১৬জন পোলিং কর্মকর্তা ভোটগ্রহনে কাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষায় পাঁচটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের প্রতিটিতে ৮ জন পুলিশ বাহিনী রয়েছে। অপর চারটি সাধারণ ভোট কেন্দ্রের প্রতিটিতে ৫ পুলিশ রয়েছে। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে ১৭ জন করে আনসার সদস্যের টীম কাজ করছে এবং নির্বাচন এলাকায় শুধু নির্দিষ্ট যানবাহনের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ৭ নির্বার্হী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম ভোট কেন্দ্রে ঘুরছে।
তিনি আরও বলেন, ইউনিয়নটিতে ২০১১ সালের ৫ জুন সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় । এরপর মেয়াদ শেষ হলেও সীমানা জটিলতায় উচ্চ আদালতে মামলা চলায় নির্বাচন বন্ধ থাকে। আদালতে সেই মামলার নিস্পত্তি হলে চলতি বছরের গত ২৬ সেপ্টেম্বর /২০২০ তফসিল ঘোষনা করা হয়। তফসিল অনুসারে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৪ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ৫ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১২ অক্টোবর ও প্রতীক বরাদ্দ ১৩ অক্টোবর। সে হিসাবে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।