ঘোষনা:
শিরোনাম :
সাতক্ষীরায় ভিডিও কলে রেখে ঘরে গলায় ফাঁস দিয়ে বিউটিশিয়ানের আত্মহত্যা নীলফামারীতে ঘোড়ার প্রতি পাকে,পরিবারে জীবনের গল্পটা কস্টের নীলফামারীতে কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজের উদ্বোধন ঈদে বাড়ি ফেরা হলো না, শিশু সন্তান সহ পরিবারের  ঈদে ৫ দিন বন্ধের পরে, সাতক্ষীরা স্থলবন্দরে আমদানী-রপ্তানী শুরু, কর্মচাঞ্চল্য বাগেরহাটে পুকুরে স্যাটেলাইট কুমির উদ্ধার, অবমুক্ত সুন্দরবনে নীলফামারী জলঢাকায় টি আর কাবিটার চেক বিতরণ বাগেরহাটে হাত-পা, মুখ বাধা শিশুর মরদেহ নীলফামারীতে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের দশ কেজি চাল বিতরন ‘ট্রাম্প আমাদের গণতন্ত্র ধ্বংসে বদ্ধপরিকর’: বাইডেন

“পূর্বাশা”

শেষ যেবার বাড়ি ফিরেছিলাম-
তোমার চোখে তখন চৈত্রের সাঁঝ,
শরীর ভরা আত্মনাশা কবিতা নিয়ে
দারুচিনি রঙা শাড়ির মোড়কে তুমি ফুটে থাকতে পাশের ছাদেই।

অথচ
আমার তখনো কবিতা পড়া হয়নি,
টালমাটাল আবেগ নিয়ে ছোঁয়া হয়নি তোমার ছাদের কার্নিশ,
বলা হয়নি-
বিকেল ঘুড়ির নাটাই পেরিয়ে
আমায় কেন ডাকে চৈতালি বাতাস!
কেন আমি ঘুড়িতে বেঁধে নিজেকে উড়াই,
ছুঁতে যাই রাঙা আকাশ!

তারপর হঠাৎ,
একদিন তুমি ঘুড়ি হলে!
নীড়ভাঙা পাখির মতো, আত্মা পোড়া গন্ধ নিয়ে
তুমিও উড়াল দিলে অজানায়;
ডানায় বেঁধে আনকোরা কবিতা,আনকোরা দুঃখ।

অথচ
আমার তখনো রাত্রি জাগা হয়নি,
অনিদ্রার কফিনে জমা কান্নার চিরকুট খুলে,
জানা হয়নি তোমার প্রাত্যহিক মৃত্যুর রঙ,
জানা হয়নি-
ঠিক কতখানি দুঃখ পুষে বুকের খাঁচায়
মানুষেরও জাগে পাখি হবার সাধ,
কতখানি অপেক্ষায় কবিতারা আত্মনাশা হয়,
ভেঙে দেয় জীবনের বেড়িবাঁধ!

তারপর
কত চৈত্র কেটে গ্যাছে,
আমার ঘরে ফেরা হয়নি কতকাল!
ঘর খুঁজে খুঁজে আমি এখন অন্ধ ডাহুক,
বেলা পেরুলেই স্মৃতিতে খুঁজি নীড়ের পথ।
একটা কবিতা সন্ধ্যামালতির মতো ফুটে থাকে কোন ছাদে?
কোন কার্নিশ ধরে
মৃত্যুর মতো হেঁটে বেড়ায় মুক্তি, আঙুলে নিয়ে তোমার ঘ্রাণ?
বলে দাও পূর্বাশা,
আর কত আঁধার জমালে চোখের তারায়,
তোমার দেখা পাব?

শুনেছিলাম-
তুমি খুব রাত্রি জাগো।
সেই থেকে আঁখিজোড়া নিশাচর, নিদ্রা ছুঁইনি কত রাত!
তোমার নামে, রাতের খামে,
লিখে চলেছি,পৃথিবীর বুকে শিশিরের ধারাপাত।
তোমার আত্মানাশী কবিতারা এখন তোমায় ঘুমুতে দেয়?
তারার মেলায় নাম লিখিয়ে,
এখনো তুমি রাত্রি জাগো পূর্বাশা?
.
কবিতা- “পূর্বাশা”
লেখা- আয়শা আহমেদ।
ছবি-সানজিদা আলম ইভা।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST