ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে চালু হলো মাইকোর্ট অ্যাপ-ঘরে বসেই জানা যাবে মামলার সর্বশেষ তথ্য। নীলফামারীতে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল সহ অস্ত্র ব্যাবসায়ী আটক। নীলফামারীতে সন্ত্রাসীদের তান্ডবে বাড়ি ছাড়া ২১ পরিবারের সংবাদ সম্মেলন নীলফামারী থেকে রংপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার নীলফামারীতে নেকবক্ত উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ নীলফামারীতে পুলিশ সুপার গোলাম সবুরের সহযোগিতায় কলেজে ভর্তির সুযোগ পেলেন সোয়াদ নীলফামারীতে রের্কডীয় রাস্তায় দোকান নির্মাণ, চলাচলের চরম ভোগান্তিতে ৬টি পরিবার নীলফামারীতে সুধীজনের সাথে মানবাধিকার কমিশনের মতবিনিময় পঞ্চগড়ে এমপি রানার মন্দির দখল,ব্যাবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ নীলফামারীতে অনলাইন জুয়ার বিদেশী জাল চেক,ল্যাপটপ ও টাকা উদ্ধার

“পূর্বাশা”

শেষ যেবার বাড়ি ফিরেছিলাম-
তোমার চোখে তখন চৈত্রের সাঁঝ,
শরীর ভরা আত্মনাশা কবিতা নিয়ে
দারুচিনি রঙা শাড়ির মোড়কে তুমি ফুটে থাকতে পাশের ছাদেই।

অথচ
আমার তখনো কবিতা পড়া হয়নি,
টালমাটাল আবেগ নিয়ে ছোঁয়া হয়নি তোমার ছাদের কার্নিশ,
বলা হয়নি-
বিকেল ঘুড়ির নাটাই পেরিয়ে
আমায় কেন ডাকে চৈতালি বাতাস!
কেন আমি ঘুড়িতে বেঁধে নিজেকে উড়াই,
ছুঁতে যাই রাঙা আকাশ!

তারপর হঠাৎ,
একদিন তুমি ঘুড়ি হলে!
নীড়ভাঙা পাখির মতো, আত্মা পোড়া গন্ধ নিয়ে
তুমিও উড়াল দিলে অজানায়;
ডানায় বেঁধে আনকোরা কবিতা,আনকোরা দুঃখ।

অথচ
আমার তখনো রাত্রি জাগা হয়নি,
অনিদ্রার কফিনে জমা কান্নার চিরকুট খুলে,
জানা হয়নি তোমার প্রাত্যহিক মৃত্যুর রঙ,
জানা হয়নি-
ঠিক কতখানি দুঃখ পুষে বুকের খাঁচায়
মানুষেরও জাগে পাখি হবার সাধ,
কতখানি অপেক্ষায় কবিতারা আত্মনাশা হয়,
ভেঙে দেয় জীবনের বেড়িবাঁধ!

তারপর
কত চৈত্র কেটে গ্যাছে,
আমার ঘরে ফেরা হয়নি কতকাল!
ঘর খুঁজে খুঁজে আমি এখন অন্ধ ডাহুক,
বেলা পেরুলেই স্মৃতিতে খুঁজি নীড়ের পথ।
একটা কবিতা সন্ধ্যামালতির মতো ফুটে থাকে কোন ছাদে?
কোন কার্নিশ ধরে
মৃত্যুর মতো হেঁটে বেড়ায় মুক্তি, আঙুলে নিয়ে তোমার ঘ্রাণ?
বলে দাও পূর্বাশা,
আর কত আঁধার জমালে চোখের তারায়,
তোমার দেখা পাব?

শুনেছিলাম-
তুমি খুব রাত্রি জাগো।
সেই থেকে আঁখিজোড়া নিশাচর, নিদ্রা ছুঁইনি কত রাত!
তোমার নামে, রাতের খামে,
লিখে চলেছি,পৃথিবীর বুকে শিশিরের ধারাপাত।
তোমার আত্মানাশী কবিতারা এখন তোমায় ঘুমুতে দেয়?
তারার মেলায় নাম লিখিয়ে,
এখনো তুমি রাত্রি জাগো পূর্বাশা?
.
কবিতা- “পূর্বাশা”
লেখা- আয়শা আহমেদ।
ছবি-সানজিদা আলম ইভা।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST