কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি ॥ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বুধবার আব্দুল খালেক (২৮) নামে জালিয়াত চক্রের এক হোতাকে আটক করে কিশোরগঞ্জ থানা পুলিশ। বাহাগিলী ইউনিয়নের বসুনিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পরিচয় পত্রের ষ্মার্ট কার্ড বিতরণের সময় ব্যাংক ড্রাফের সোনালী ব্যাংকের জাল রশিদসহ একজনকে আটক করা হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বাহাগিলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ২হাজার ৬৭৩জন ভোটারের মধ্যে ষ্মার্ট কার্ড বিতরণের জন্য ভেন্যু নির্ধারণ করা হয় উত্তর দুরাকুটি বসুনিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। যাদের ভোটার আইডি কার্ড হারিয়ে গেছে সেই সব ব্যক্তিকে সোনালী ব্যাংক শাখায় নির্বাচন কমিশনের একাউন্টে ৩শ ৬৮টাকা জমা করে রশিদের ফটোকপি বিতরণ কেন্দ্রে জমা দিতে হয়। স্মার্ট কার্ড বিতরণ কেন্দ্রে ওই ওয়ার্ডের মোতাহার হোসেনের ছেলে আশেক আলী ব্যাংক রশিদের কপি নিয়ে ষ্মার্ট কার্ড সংগ্রহ করতে গেলে তার কাছে জাল রশিদের ফটোকপি পাওয়া যায়। ওই রশিদের কপি কোথায় পেয়েছেন জিজ্ঞেস করা হলে তিনি আব্দুল খালেককে দেখিয়ে দেন। পরে সেখানে পুলিশ উপস্থিত হয়ে জাল রশিদসহ আব্দুল খালেককে আটক করে পুলিশ।
এ ব্যাপারে কিশোরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মনোয়ার হোসেনের সাথে কথা হলে তিনি বিষয়টি রিপোর্ট করতে নিষেধ করেন এবং আটককৃত ব্যক্তিকে ছেড়ে দেয়ার ব্যাপারে সাংবাদিকসহ রাতে বসতে চান।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশীদের সাথে কথা হলে তিনি বলেন,নির্বাচন অফিস থেকে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।