ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে গণমাধ্যমকর্মীকে লাঞ্চিত করায় প্রতিবাদ সমাবেশ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলামুক্ত সেবা দানে প্রধানমন্ত্রীর নির্দেশ নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসে তথ্য চাইতেই গণমাধ্যমকর্মীর উপর চড়াও কিশোরগঞ্জে দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকর্তার অপসরণ ও শাস্তির দাবিতে নীলফামারীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা ও সন্মননা স্মারক প্রদান ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর এশিয়া কাপ আরচারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয় নীলফামারীতে রোজিনা হত্যার বিচার কবে হবে জানতে চায় তার পরিবার ডিমলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন-মাননীয় প্রধানমন্ত্রী
ডোমার কৃষি ফার্মের গাফিলতির কারণে বোরো ধানবীজ ক্ষেতেই শেষ।

ডোমার কৃষি ফার্মের গাফিলতির কারণে বোরো ধানবীজ ক্ষেতেই শেষ।

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধি,

নীলফামারী জেলার ডোমারে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) বোরো ধানবীজ উৎপাদন কর্মসূচীতে ৬০ একর জমিতে ব্রিধান-২৮ জাতের ধান লাগানো হয় । ৬০ একর জমির মধ্যে সি ব্লকে কয়েক একর জমির ধানগাছ ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে ধান সর্ম্পূন চিঠা হয়েছে ।
সরেজমিনে গিয়ে দেখাযায়, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(ডোমার কৃষি ফার্ম) সি ব্লকে কম্পাইন হারভেক্টর মেশিনে ধান মারাইয়ের কাজ করছে শ্রমিকের একটি দল । সেখানে ধানের চেয়ে চিঠা বেশি দেখা যায় । এ বিষয়ে কর্মরত শ্রমিক কম্পাইন হারভেক্টর মেশিনের ড্রাইভার মোমিনুর রহমান জানায়,অতিবৃষ্টির কারনে ধানগাছ ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে । এই ধান বীজ হিসেবে ব্যবহার হবে না, শিট হিসেবে কেজি দরে বিক্রয় করা হবে । খামারের ভারপ্রাপ্ত উপ পরিচালক আতাউর রহমান বলেন, ৬০ একর জমির ধান বীজের মধ্যে ৪০একর জমির ধান মাড়াইয়ের কাজ শেষ হয়েছে । ব্রিধান-২৮ জাতের প্রায় ২ একর ধান নষ্ট হয়েছে । ধান নষ্টের কারন জানতে চাইলে বলেন,অতিবৃষ্টির কারনে ব্লাস্ট রোগে আক্রান্ত হয় ,বৃষ্টির কারনে সঠিক সময়ে ছত্রাকনাশক স্প্রে করা যায়নি । কৃষকের ধান অপেক্ষা আপনারা বেশি ক্ষতিগ্রস্ত কথা বললে বলেন,কৃষক যে হারে ধান উৎপাদন খরচ করে তার চেয়ে আমাদের কম,আপনারা ডিডি(উপ পরিচালক) স্যারের সাথে মোবাইলে কথা বললে ভালো হয়। উপ পরিচালক এনামুল হক অফিসের কাজে বাইরে থাকায় মুঠো ফোনে কথা হলে তিনি বলেন,আমি ঢাকায় আছি ।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST