রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধি,
নীলফামারী জেলার ডোমারে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) বোরো ধানবীজ উৎপাদন কর্মসূচীতে ৬০ একর জমিতে ব্রিধান-২৮ জাতের ধান লাগানো হয় । ৬০ একর জমির মধ্যে সি ব্লকে কয়েক একর জমির ধানগাছ ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে ধান সর্ম্পূন চিঠা হয়েছে ।
সরেজমিনে গিয়ে দেখাযায়, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(ডোমার কৃষি ফার্ম) সি ব্লকে কম্পাইন হারভেক্টর মেশিনে ধান মারাইয়ের কাজ করছে শ্রমিকের একটি দল । সেখানে ধানের চেয়ে চিঠা বেশি দেখা যায় । এ বিষয়ে কর্মরত শ্রমিক কম্পাইন হারভেক্টর মেশিনের ড্রাইভার মোমিনুর রহমান জানায়,অতিবৃষ্টির কারনে ধানগাছ ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে । এই ধান বীজ হিসেবে ব্যবহার হবে না, শিট হিসেবে কেজি দরে বিক্রয় করা হবে । খামারের ভারপ্রাপ্ত উপ পরিচালক আতাউর রহমান বলেন, ৬০ একর জমির ধান বীজের মধ্যে ৪০একর জমির ধান মাড়াইয়ের কাজ শেষ হয়েছে । ব্রিধান-২৮ জাতের প্রায় ২ একর ধান নষ্ট হয়েছে । ধান নষ্টের কারন জানতে চাইলে বলেন,অতিবৃষ্টির কারনে ব্লাস্ট রোগে আক্রান্ত হয় ,বৃষ্টির কারনে সঠিক সময়ে ছত্রাকনাশক স্প্রে করা যায়নি । কৃষকের ধান অপেক্ষা আপনারা বেশি ক্ষতিগ্রস্ত কথা বললে বলেন,কৃষক যে হারে ধান উৎপাদন খরচ করে তার চেয়ে আমাদের কম,আপনারা ডিডি(উপ পরিচালক) স্যারের সাথে মোবাইলে কথা বললে ভালো হয়। উপ পরিচালক এনামুল হক অফিসের কাজে বাইরে থাকায় মুঠো ফোনে কথা হলে তিনি বলেন,আমি ঢাকায় আছি ।