নীলফামারী প্রতিনিধি ॥
“যুক্তি নিয়ে গড়ি দীপ্তিমান নীলফামারী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিবেট ফেডারেশ এর ১যুগ পুর্তিতে নীলফামারীতে তিন দিন্য ব্যাপী শূদ্ধ উচ্চারণে উপস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ও বিতর্ক কর্মশালার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ে নীলফামারী ডিবেট ফেডারেশনের আয়োজনে অসংকোচ প্রকাশে দূর্জয় তারুণ্য সংগঠনের এই ম্লোগানে কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। নীলফামারী জেলা ডিবেট ফেডাশেনের সভাপতি ও নীলফামারী মডেল কলেজ অধ্যক্ষ গোলাম মোস্তফার সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন,নীলফামারী মহিলা কলেজ অধ্যক্ষ(সাবেক) এ.টি.এম মোস্তফা চৌধূরী, মশিউর রহমান ডিগ্রী কলেজ অধ্যক্ষ(সাবেক) সরওয়ার মানিক, ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ সহকারি শিক্ষক(সাবেক) মমতাজ উদ্দিনের হাতে নীলফামারী ডিবেট সম্মাননা ক্রেস্ট তুলে দেন। আয়োজক কমিটি জানায় কর্মশালায় সদর উপজেলার ১২টি বিদ্যালয়ের ২০০জন শিক্ষার্থীকে নিয়ে শুদ্ধ উচ্চারণে উপস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ও বিতর্ক কর্মশালা ২০১৯ আগামী ১২ মে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রীমা রহমান, উত্তম কুমার ও আলভী ইসলাম।