ঘোষনা:
শিরোনাম :
 শুরু হলে বহুপাক্ষিক ব্যাবস্থাও গড়ে উঠবে- বাংলাদেশী হাই কমিশনার মোহাম্মদ ইমরান

 শুরু হলে বহুপাক্ষিক ব্যাবস্থাও গড়ে উঠবে- বাংলাদেশী হাই কমিশনার মোহাম্মদ ইমরান

হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার,
আন্তদেশীয় যোগাযোগের ক্ষেত্রে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বাবস্থাপনা আছে, দ্বিপাক্ষিক যোগাযোগ অনেকদূর এগিযেছে, একবার শুরু হলে বহুপাক্ষিক ব্যাবস্থাও গড়ে উঠবে, নীলফামারীতে চিলাহাটি হলদিবাড়ী রেল যোগাযোগ কাঠামো পরিদর্শন শেষে এমন মন্তব করলেন ভারতে নিযুক্ত বাংলাদেশী হাই কমিশনার মোহাম্মদ ইমরান। আজ মঙ্গলবার বিকেলে চিলাহাটি রেল ষ্টেশনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। উত্তর বঙ্গ দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার যোগাযোগ অবকাঠামোগুলো পরিদর্শন করতে গতকাল থেকে এ অঞ্চলে অবস্থান করছেন তিনি। আজ বিকেলে ভারতীয় রেল টলিতে চড়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। সীমান্তে নীলফামারীর জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী তাকে বরন করেন। এই রেল যোগাযোগ উভয় দেশের জনগনের মধ্যে সৌহার্দ ও ব্যাবসা বানিজ্য বৃদ্ধি করবে বলে তিনি মত প্রকাশ করেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST