ডিমলা (নীলফামারী) প্রতিনিধি,
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর ও অবমাননার প্রতিবাদে সারাদেশের ন্যায় নীলফামারীর ডিমলা উপজেলা বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শনিবার (১২-ডিসেম্বর) সকালে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা কেন্দ্রীয় স্মৃতি অম্লান চত্ত্বরে এসে সমাবেশে করা হয়েছে।
বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় কমিটির ঘোষনা অনুযায়ী নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার এর নেতৃত্বে ডিমলায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচিটি পালন করা হয়।
উক্ত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি ইব্রাহীম কামাল ডিআই, সাধারণ সম্পাদক বাবু নীরেন্দ্র নাথ রায়, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বাবু শৈলেন চন্দ্র রায়, যুগ্ন আহবায়ক ফেরদৌস পারভেজ, ময়নুল হক, উপজেলা তাতী লীগের সভাপতি জাহানারা বেগম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার, যুগ্ন আহবায়ক আবদুর রশিদ লেবু প্রমুখ।