কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি ,
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গতকাল রোববার রাতে ঝড় ও শিলা বৃষ্টির তান্ডবে কাঁচাঘরবাড়ী লিচু,আম, কাঁঠাল,পাকা আধাপাকা ধান, ভূট্রা ও পাট ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও বিদ্যুতের খুঁটি ভেঙ্গে গিয়ে বিদ্যুৎ সরববাহ বন্ধ ছিল।
জানা গেছে, রোববার রাতে নিতাই বাহাগিলী চাঁদখানা ও রনচন্ডী ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শিলা বৃষ্টির তান্ডবে প্রায় ২হাজার হেক্টর জমির পাকা ও আধাপাকা ধানের ব্যাপক ক্ষতি হয়। ৫শ হেক্টর ভ’ট্রা ক্ষেত ও শতাধিক হেক্টর পাটক্ষেত সমুলে নষ্ঠ হয়েছে। এছাড়াও কাঁচাঘর বাড়ী আম, লিচু ও কাঁঠালের অসংখ্য গাছ উপড়ে গেছে। পানিয়ালপুকুর গ্রামে বিদ্যুতের ৩টি খুটি ভেঙ্গে গিয়ে প্রায় ১৮ ঘন্টা ধরে বিদ্যুৎ সবববাহ বন্ধ ছিল।উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান বলেন উপসহকারী কৃষি কর্মকর্তা গণ নিজ নিজ কমান্ড এরিয়ায় পরির্দশনে আছে। তাদের কাছে প্রতিবেদন পাওয়ার পর ক্ষতির পরিমান নির্ধারন করা হবে।