রতন কুমার রায়-ডোমার(নীলফামারী)প্রতিনিধি ,
নীলফামারীর ডোমারে “স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট(এসডিজি)বাস্তবায়ন” বিষয়ক এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ডোমার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আজাহারুল ইসলাম। ডোমার উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,অফিসার ইনচার্জ(ওসি)মোস্তাফিজার রহমান,ভাইস চেয়ারম্যান-আব্দুল মালেক,রৌশন কানিজ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আলম বাবুল,ডোমার পৌরসভার প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন প্রমূখ।
কর্মশালায় সরকারী কর্মচারী,নাগরিক সমাজের প্রতিনিধি,শিক্ষাবিদ,খ্যাতনামা ব্যাক্তিত্ব, সাংবাদিক,সমাজকর্মী,এনজিও কর্মী,ধর্মীয় নেতা,ছাত্র,অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধি,নারী ও নবীন উদ্যোক্তাসহ ৮০জন উপস্থিত ছিলেন।