নুর আলম সিদ্দিকী বিশেষ প্রতিনিধি,
নীলফামারীতে শীত উপেক্ষা করে,জলঢাকা পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে উসবমুখর পরিবেশে ভোট গ্রহন শেষ । আজ শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। তবে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন ভোট গণনার কাজ চলছে।
২য় শ্রেনী পদমর্যদার এই পৌরসভায় মোট ৩৩ হাজার ৬৩৪ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৯২১ এবং নারী ভোটার ১৬ হাজার ৭১৩ জন। এ নির্বাচনের ভোট যুদ্ধে মেয়র পদে প্রার্থী রয়েছেন ৬ জন ,সংরক্ষিত মহিলা প্রার্থী রয়েছেন ১৯ জন ও সাধারণ কাউন্সিলর পদে রয়েছেন ৪২ জন।জেলা রির্টানিং অফিসার ফজলুল করিম বলেন,শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন চলে এখন গণনার কাজ চলছে। ১৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।১৫ টি ভোট কেন্দ্রে -নির্বাচন পরিচালনার ক্ষেত্রে পুলিশ, অনছার ,বর্ডারগার্ড, র্যাবসহ সাদা পোষাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে মাঠে রয়েছেন। এছাড়াও মাঠে ষ্ট্রাইকিং ফোর্সসহ ৯টি ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যৗাজিষ্ট্রিটও রয়েছে।