কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি,
নীলফামারী কিশোরগঞ্জের পুটিমারী ইউপির ৭,৮ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা শাহেরা বানু, এলজি এসপি’র কাজ যথা সময়ে সম্পূর্ণ করেও ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন ও ৭নং ওয়ার্ডের ইউপি মেম্বর মাহাবুবর রহমান অনৈতিক ভাবে কমিশনের টাকা দাবি করে প্রয়োজনীয় কাগজপত্রাদি ও উত্তোলনকৃত বিলের চেকের পাতায় স্বাক্ষর না দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে সংরক্ষিত মহিলা সদস্যা শাহেরা বানু ইউএনও, ও সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ২নং পুটিমারী ইউপি’র ৭,৮ ও ৯নং সংরক্ষিত মহিলা সদস্যা নির্বাচনী এলাকায় এলজিএসপি- ৩ এর আওতায় ২০১৭-১৮ ও ২০১৮-১৯অর্থবছরে ন্যাপকিন বিতরণ, স্যানিটারী ল্যাট্রিন স্থাপন বাবদ ১লাখ ২৪হাজার ৫শত টাকা এবং প্যালাসাইডিং নির্মাণ বাবদ ১লাখ ৫৯ হাজার ৫শতশহ মোট ২লাখ ৮৪ টাকার কাজ নিজ অর্থায়নে যথা সময়ে সুসম্পন্ন করেও চেয়ারম্যান , ইউপি মেম্বার উক্ত কাজের নির্দিষ্ট হারে কমিশনের টাকা দাবি করে নিজ ক্ষমতাবলে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ উত্তোলনকৃত বিলের চেকের পাতায় স্বাক্ষর না দিয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন।
ইউএনও রোকসানা বেগম বলেন,অভিযোগের বিষয়টি জেলা ডিডি এলজি বরাবর দেয়ায় জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন জানান, কাজ না দেখে আমি কোন কাগজ বা বিলের চেকে পাতায় স্বাক্ষর করতে পারবনা।