চট্টগ্রাম প্রতিবেদক,
চট্টগ্রামে নানা সাংষ্কৃতিক আয়োজনে পালিত হচ্ছে বসন্ত বরণ উৎসব। রবিবার সকালে করোনা মহামারি কেটে যাবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে বিভিন্নস্থানে এসব অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
সকাল থেকে নগরীর আমবাগান শেখ রাসেল পার্ক, সি আর বি শিরীষতলাসহ বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে এ উৎসব। নগরীর আমবাগানে বসন্ত উৎসব আয়োজন করে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম। গান, নাচ, বৃন্দ আবৃত্তির মাধ্যমে বসন্তকে স্বাগত জানাচ্ছে নগরবাসী। আছে ঢোল বাদন।করোনা মহামারি কেটে যাবে, আলোময় হবে পৃথিবী এই প্রত্যাশা সাধারন মানুষের।