ঘোষনা:
শিরোনাম :
জলঢাকায় পৌর আওয়ামীলীগ ও মটর শ্রমিক ইউনিয়নের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

জলঢাকায় পৌর আওয়ামীলীগ ও মটর শ্রমিক ইউনিয়নের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি,
ওরা আমার মুখের ভাষা কেড়ে নিতে চায়, একুশ আমার গর্ব, বাংলা আমার অহংকার। আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি এ শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় সারাদেশের ন্যায় আন্তর্জাতিক মাতৃভাষা-শহীদ দিবস উপলক্ষ্যে র‌্যালী ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যৌথ আয়োজনে পুষ্পমাল্য অর্পণ করেছেন জলঢাকা পৌর আওয়ামীলীগ ও মটর শ্রমিক ইউনিয়ন। রোববার সকালে জলঢাকা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে একটি র‌্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আশরাফ হোসেন, সাধারন সম্পাদক ও মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ, মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান-বিএ, উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য এ.কে আজাদ, সদস্য মতিয়ার রহমান, জসিয়ার রহমান, আশরাফ হোসেন, আজিজুল হক, আহাম্মেদ হোসেন ভেন্ডার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালাউদ্দিন কাদের, পৌর ছাত্রলীগের সভাপতি,সাধারন সম্পাদক, পৌর কৃষকলীগের সভাপতি, সাধারন সম্পাদক, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক পলাশ, মৃনাল, পৌর ও উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি, সাধারন সম্পাদক, পৌর শ্রমিক লীগের সভাপতি, সাধারন সম্পাদক, পৌর ও উপজেলা তাঁতী লীগের সভাপতি, সাধারন সম্পাদক। শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST