চট্টগ্রাম প্রতিবেদক,
বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আগামী ২৫ ফেব্রুয়ারী থেকে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে মুজিব শতবর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। আজ মঙ্গলবার নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস ক্রিকেট কমিটির সম্পাদক একেএম আবদুল হান্নান আকবর।। এসময় জানানো হয়, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অর্থায়ন ও ব্যবস্থাপনায় আয়োজন করা হচ্ছে এই টুর্নামেন্টের। আট দল দুইগ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে। চট্টগ্রামে প্রয়াত ক্রীড়া সংগঠক ও সিজেকেএস এর এক কর্মচারীর নামে নামকরণ করা হয় দলগুলোর। এছাড়া এই টুর্নামেন্টের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ২২ লাখ টাকা। আগামী মাসের চার তারিখ ফাইনাল খেলার মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের। এসময় সিজেকেএস এর সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলী আব্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।