মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার,
নীলফামারীতে টাকার অভাবে সংস্কার হচ্ছেনা পূর্ব গুড়গুড়ি ইসলামীয়া মাদ্রাসা। সংস্কারের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার শিক্ষার্থীরা। অথচ মাদ্রাসার উন্নয়ন ফান্ডের এক লক্ষ আশি হাজার টাকা জমা আছে মাদ্রাসার সভাপতি মোঃ সফিয়ার রহমানের কাছে। এমনটাই অভিযোগ সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নে পূর্ব গুড়গুড়ি (সুটিপাড়া) এলাকাবাসীর।
সরেজমিনে গেলে দেখা যায় মাদ্রাসাটির করুন অবস্থার বাস্তব চিত্র। এলাকাবাসী সূত্রে যানা যায়, ১৫ শতক জমির উপর মাদ্রাসাটি নির্মাণ হয় ১৯৯১ সালে। মাদ্রাসার নামে জমি আছে প্রায় ১১ বিঘা। প্রতিবছর এই ১১ বিঘা জমি থেকে আয় হয় প্রায় এক লক্ষ টাকা।
এলাকার দেলোয়ার হোসেন, ইয়ামুদ্দীন, হামিদুল ইসলাম ,মোস্তাকিন অভিযোগ করে বলেন, প্রতি বছর এই মাদ্রাসায় শিক্ষা নেয় এলাকার গরিব মেধাবী শিক্ষার্থীরা। কিন্তু মোঃ সফিয়ার রহমান সভাপতি হওয়ার পর থেকে গত কয়েক বছর ধরে মাদ্রাসার কোন উন্নয়ন হয়নি। আস্তে আস্তে মাদ্রাসাটি বিলিনের পথে কোমল মতি শিশু শিক্ষার্থীরা পরেছে বিপাকে। অথচ সভাপতি মাদ্রাসার উন্নয়ন ফান্ডের টাকা ও প্রতি বছরে জমির আয়ের অংশের কোন টাকাই মাদ্রাসার উন্নয়ন কাজে ব্যবহার না করে তার নিজের আখের গুছাচ্ছেন।
মাদ্রাসার উন্নয়নের কাজ না করে টাকা হাতে রাখার বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার সভাপতি সফিয়ার রহমান বলেন, আমার কাছে যে টাকা আছে তা দিয়ে কাজ শেষ হবে না। মাদ্রাসার অবৈধ কেশিয়ারের কাছে ফান্ডের টাকা জমা থাকায় কাজ শুরু করা সম্ভব হচ্ছেনা বলে কৌশলে অনিয়মের বিষয়টি এড়িয়ে যান।