ময়দুল ইসলাম, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ,
বদরগঞ্জে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পাটির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য এড. মোকাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে উপজেলা জাতীয় পাটির, জাতীয় যুব সংহতি ছাত্র সমাজ ও শ্রমিক পাটির এক বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি বদরগঞ্জের প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বদরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পন করা হয়। স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের এক মিনিট নীরবতার মধ্যে দিয়ে বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করেন।আজ শুক্রবার সকাল ৮ঃ৩০ মিনিটে বদরগঞ্জ রেলওয়েষ্টেশনস্থ জাতীয় পাটির কার্যালয় চত্বরে ছাত্র নেতা হাবিবুর রহমান তুহিনের সভাপতিত্বে জাতীয় ছাত্র সমাজ বদরগঞ্জ উপজেলা শাখার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পাটির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য এড. মোকাম্মেল হক চৌধুরী ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জাতীয় পাটি বদরগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জননেতা মোঃআকমল হোসেন, জাতীয় পাটির নেতা মমিনুল ইসলাম আ.স.ম রওশন হাবিব,সাজেদুল ইসলাম, আলতাব হোসেন,(মেম্বার) আঃ হামিদ, ইব্রাহিম ইসলাম, আঃ হাই,হুমায়ুন কবির, জাতীয় যুব সংহতির নেতা মজিবুল ইসলাম, আঃ মতিন সরকার জুয়েল, আঃ হাকিম, আঃ মান্নান, আসম শ্রমিক নেতা শুকলাল রায়,নুরুজ্জামান,উমেদ আলী, জাতীয় ছাত্র সমাজের বদরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মনিরুজ্জামান মিলন, ছাত্রনেতা মোঃ মাজহারুল ইসলাম এবং জাতীয় পাটির ও অংগ সংগঠনের নেতৃ বৃন্দ। এডভোকেট মোকাম্মেল হক চৌধুরী তার বক্তব্যে,স্বাধীনতার এই মহান দিবসে, রংপুর সহ সারা বাংলাদেশকে আটটি প্রদেশে বিভক্তি করণের জোর দাবি জানান। আলোচনা শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।