ঘোষনা:
শিরোনাম :
সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আশঙ্কাজনক ৩ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে নীলফামারী সাতক্ষীরায় ভিডিও কলে রেখে ঘরে গলায় ফাঁস দিয়ে বিউটিশিয়ানের আত্মহত্যা নীলফামারীতে ঘোড়ার প্রতি পাকে,পরিবারে জীবনের গল্পটা কস্টের নীলফামারীতে কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজের উদ্বোধন ঈদে বাড়ি ফেরা হলো না, শিশু সন্তান সহ পরিবারের  ঈদে ৫ দিন বন্ধের পরে, সাতক্ষীরা স্থলবন্দরে আমদানী-রপ্তানী শুরু, কর্মচাঞ্চল্য বাগেরহাটে পুকুরে স্যাটেলাইট কুমির উদ্ধার, অবমুক্ত সুন্দরবনে
নীলফামারীতে মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা ।

নীলফামারীতে মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা ।

স্টাফ রিপোর্টার,
নীলফামারীতে মহান স্বাধীনতা দিবস ও সূবর্ণ জয়ন্তী উপলক্ষে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার ( ২৬ মার্চ) ভোর ৬ টায় নীলফামারী চৌরঙ্গী মোড় স্মৃতি অম্লান ব্যাদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম। এরপর পর্যায়ক্রমে নীলফামারী জেলা বিচার বিভাগের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিম, জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজাহারুল ইসলাম, নীলফামারী জেলা এনএসআই এর উপ-পরিচালক মোঃ খালিদ হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা তাঁতীলীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ , সাধারণ সম্পাদক এ্যাড. জামিল আহমেদ, ৭১ সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সফিয়ার রহমান, চাঁদের হাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সহিদুল ইসলাম, জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল-আমিন, সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা সহ সর্ব¯তরের মানুষ স্মৃতি অম্লান ব্যাদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে ১ মিনিটি নিরবতা পালন করা হয়। পরে সকাল ৮.০০ টায় নীলফামারী বড়মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়াও সকল মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অপরদিকে দিবসটি উপলক্ষে দিন ব্যাপী জেলায় রাষ্ট্রীয় ও দলীয় ভাবে বিভিন্ন কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অপরদিকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় মিলিত হন ৭১ সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST