সাজিয়া আফরিন সৃষ্টি, স্টাফ রিপোর্টার,
আজ স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। ২০১৯ সালের ৬ এপ্রিল যাত্রা শুরু করে গণমাধ্যমে কর্মরত বিশ্ববিদ্যালয়ের রানিং শিক্ষার্থীদের এই সংগঠনটি। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নানান আয়োজন হাতে নিলেও করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় তা স্থগিত করা হয়েছে। তবে অনলাইনে চলছে সীমিত পরিসরের আয়োজন। মঙ্গলবার সকালে এ উপলক্ষে ফোরামের ফেসবুক পেইজে একটি আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়। আলোচনায় উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. ফারাহনাজ ফিরোজ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কামরুজ্জামান মজুমদার, ফোরামের কনভেনর মোশাররফ হোসেন মামুন , কো-কনভেনর তপন মাহমুদ লিমন, সাবেক সভাপতি সাইফুল মাসুম, সভাপতি হাসান ওয়ালী। ফোরামের সহসভাপতি মিসবাহ হাছান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।এছাড়াও অনলাইনে উদযাপনের জন্য বেশকিছু কর্মসূচী গ্রহণ করেছে সংগঠনটি।