ঘোষনা:
শিরোনাম :
চট্টগ্রামে গণপরিবহন চালু হওয়ায় দুর্ভোগ কমেছে নগরবাসীর ।

চট্টগ্রামে গণপরিবহন চালু হওয়ায় দুর্ভোগ কমেছে নগরবাসীর ।

চট্টগ্রাম প্রতিবেদক,
লকডাউন ঘোষণার দুইদিন পর চট্টগ্রামে গণপরিবহন চালু হওয়ায় দুর্ভোগ কমেছে নগরবাসীর। আজ বুধবার সকাল থেকে গণপরিবহন চালু হওয়ায় স্বস্তি ফিরেছে অফিসগামী লোকজনের মাঝে। তবে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
দুইদিন অফিসের উদ্দেশ্যে বের হয়ে অনেকটা যুদ্ধে নামতো হয়েছে নগরবাসীকে। এখন তাদের কষ্টের অবসান হলেও বাসগুলো ৬০ শতাংশের জায়গায় দ্বিগুণ ভাড়া আদায় করছে বলে যাত্রীদের অিভিযোগ। তবুও বাস পেয়ে যাত্রীরা খুশী। বাসে এখন গাদা গাদি করে যাতায়াত করতে হচ্ছে না। যাত্রীদের তুলনায় বাস বেশি হওয়ায় ফাঁকা থাকছে। শেষ পর্যন্ত সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে মনে করে যাত্রীরা।
পরিবহন মালিকরা জানান, নির্দেশনা মেনে ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করবে। সমন্বয়কৃত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় না করতে বলা হয়েছে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST