বান্দরবান জেলা প্রতিনিধি,
বান্দরবানে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ৯ম গেমস এর কারাতে প্রতিযোগিতায় ৯টি স্বর্ণ, ৭টি রৌপ্য, ১টি তাম্র অর্জন করে চ্যাম্পিয়ন হয়েছে আনসার ও ভিডিপি।৯টি স্বর্ণ, ৬টি রৌপ্য,৩টি তাম্র অর্জন করে রানার্সআপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়াও ১টি স্বর্ণ ১টি রৌপ্য ও ৪টি তাম্র অর্জন করে তৃতীয় স্থান লাভ করেছে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা।