চট্টগ্রাম প্রতিবেদক,
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮০জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হলেন ৪৩ হাজার ৫৬৮ জন। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০৯জন।
আজ শুক্রবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯২৩টি নমুনা পরীক্ষায় ৩৮০জনের করোনা শনাক্ত হয়েছে । নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীর ৩১৪ জন এবং বিভিন্ন উপজেলায় ৬৬ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের সংখ্যা আরও বাড়তে পারে। মূলত স্বাস্থ্যবিধি না মানার কারণেই করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাড়ছে। স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহারের তাগিদ দিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।