চাঁদপুর প্রতিনিধি ,
চাঁদপুর সদর হাসপাতালে করোনার আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত আরো ২জন মারা গেছেন। আজ শুক্রবার সকাল ৮টার দিকে ফরিদগঞ্জ রূপসা এলাকার রহিমা খাতুন (৭৫) মারা যান। গত ৭ এপ্রিল তিনি সদর হাসপাতালে ভর্তি হন। একই দিন সকাল সাড়ে ৮টার দিকে হাইমচরের আলগী বাজার কমলাপুর গ্রামের তাজুল ইসলাম (৭০) মারা যান। গত ৩ এপ্রিল তিনি সদর হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের আরএমও ও করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল শুক্রবার রাতে এসব তথ্য জানান।
এদিকে চাঁদপুরে শুক্রবার আরো ২৫জনের করোনা শনাক্ত হয়েছে। চাঁদপুর সদর উপজেলার ১৬জন, কচুয়ার ১জন, হাজীগঞ্জের ৬জন, মতলব দক্ষিণের ১জন, ফরিদগঞ্জের ১জন। তবে এ দিন কাউকে সুস্থ ঘোষণা করা হয়নি। নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫২৫জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৮জন। সুস্থ হয়েছেন ২৯১৬জন। বর্তমানে চিকিৎসাধীন ৫১১জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন