হারুন উর রশিদের,স্টাফ রিপোর্টার,
নীলফামারীতে বাংলাদেশ সাম্যবাদী দল জেলা শাখার উদ্দ্যেগে কোভিড-১৯ প্রতিরোধে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকালে সদর উপজেলার পলাশবাড়ী বাজারে মাস্ক বিতরণের মাধ্যমে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাইমুম হক। উদ্বোধন শেষে কেন্দ্রীয় কমিটির সদস্য সাইমুম হক বলেন, কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ রোধ কল্পে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত নীলফামারী সদর সহ ৫ উপজেলায় মাস্ক বিতরণ করা হবে। এসময় বাংলাদেশ সাম্যবাদী দলের নীলফামারী জেলা কমিটির সদস্য আব্দুর রউফের সভাপতিত্বে জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।