ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে গণমাধ্যমকর্মীকে লাঞ্চিত করায় প্রতিবাদ সমাবেশ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলামুক্ত সেবা দানে প্রধানমন্ত্রীর নির্দেশ নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসে তথ্য চাইতেই গণমাধ্যমকর্মীর উপর চড়াও কিশোরগঞ্জে দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকর্তার অপসরণ ও শাস্তির দাবিতে নীলফামারীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা ও সন্মননা স্মারক প্রদান ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর এশিয়া কাপ আরচারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয় নীলফামারীতে রোজিনা হত্যার বিচার কবে হবে জানতে চায় তার পরিবার ডিমলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন-মাননীয় প্রধানমন্ত্রী
নীলফামারীতে ভিজিএফ’র চাল পাবেন চার লাখ মানুষ।

নীলফামারীতে ভিজিএফ’র চাল পাবেন চার লাখ মানুষ।

 

নীলফামারী প্রতিনিধি॥
নীলফামারীতে আসন্ন ঈদুল ফিতরে ৪ লাখ ৪ হাজার ৩১৫ জন অতি দরিদ্র মানুষ ভিজিএফ কর্মসূচির আওতায় ১৫ কেজি করে চাল পাবে। সংস্লিষ্ট সূত্র থেকে জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয় থেকে উপ-বরাদ্দের পরিপত্র সংস্লিষ্ট উপজেলা নির্বাহি অফিসার বরাবর পাঠিনো হয়েছে। ভিজিএফ এর সুবিধাভোগিদের মধ্যে জেলার ৬০ টি ইউনিয়নে ৩ লাখ ৯০ হাজার ৪৫২ জন এবং পেীরসভায় ১৩ হাজার ৮৬৩ জন রয়েছে।জেলার ত্রান-পূর্ণবাসন কার্যালয় থেকে জানা যায়, জেলার ৬ উপজেলায় ডিমলায় ৬৭ হাজার ১৮৮ জন, নীলফামারী সদরে ৯০ হাজার ৬৯০ জন, ডোমারে ৫৩ হাজার ৭০১ জন, জলঢাকায় ৭৮ হাজার, কিশোরগঞ্জ ৫৬ হাজার ৫৪৭ জন, সৈয়দপুরে ৪৪ হাজার ৩২৬ জন। চার পেীরসভায় নীলফামারীতে ৪ হাজার ৬২১ জন, ডোমারে ১ হাজার ৫৪০ জন, সৈয়দপুরে হাজার জন, জলঢাকায় ৩ হাজার ৮১ জন। জেলার ত্রান-পূর্ণবাসন কর্মকর্তা এস এ হায়াৎ বলেন, জেলায় ৬ হাজার ৬৪ দশমিক ৭২৫ মেট্রিক টন চাল বিতরণ করা হবে । এবং প্রত্যেকে ১৫ কেজি করে চাল পাবে । আগামি ৩ জুনের মধ্যে চাল উত্তোলণ করে বিতরণ করার নির্দেশ দেওয়া হয়েছে উপজেলাগুলোতে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST