নীলফামারী প্রতিনিধি॥
নীলফামারীতে আসন্ন ঈদুল ফিতরে ৪ লাখ ৪ হাজার ৩১৫ জন অতি দরিদ্র মানুষ ভিজিএফ কর্মসূচির আওতায় ১৫ কেজি করে চাল পাবে। সংস্লিষ্ট সূত্র থেকে জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয় থেকে উপ-বরাদ্দের পরিপত্র সংস্লিষ্ট উপজেলা নির্বাহি অফিসার বরাবর পাঠিনো হয়েছে। ভিজিএফ এর সুবিধাভোগিদের মধ্যে জেলার ৬০ টি ইউনিয়নে ৩ লাখ ৯০ হাজার ৪৫২ জন এবং পেীরসভায় ১৩ হাজার ৮৬৩ জন রয়েছে।জেলার ত্রান-পূর্ণবাসন কার্যালয় থেকে জানা যায়, জেলার ৬ উপজেলায় ডিমলায় ৬৭ হাজার ১৮৮ জন, নীলফামারী সদরে ৯০ হাজার ৬৯০ জন, ডোমারে ৫৩ হাজার ৭০১ জন, জলঢাকায় ৭৮ হাজার, কিশোরগঞ্জ ৫৬ হাজার ৫৪৭ জন, সৈয়দপুরে ৪৪ হাজার ৩২৬ জন। চার পেীরসভায় নীলফামারীতে ৪ হাজার ৬২১ জন, ডোমারে ১ হাজার ৫৪০ জন, সৈয়দপুরে হাজার জন, জলঢাকায় ৩ হাজার ৮১ জন। জেলার ত্রান-পূর্ণবাসন কর্মকর্তা এস এ হায়াৎ বলেন, জেলায় ৬ হাজার ৬৪ দশমিক ৭২৫ মেট্রিক টন চাল বিতরণ করা হবে । এবং প্রত্যেকে ১৫ কেজি করে চাল পাবে । আগামি ৩ জুনের মধ্যে চাল উত্তোলণ করে বিতরণ করার নির্দেশ দেওয়া হয়েছে উপজেলাগুলোতে।