ময়দুল ইসলাম, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি,
বিশ্বব্যাপী কোভিড-১৯ লাফিয়ে লাফিয়ে বেড়ে চলছে। এসময় সামাজিক দুরুত্ব ও স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি প্রয়োজন পুষ্টিকর খাবার। করোনার কঠিন সময়ে মানুষের মাঝে অল্প দামে পুষ্টিকর খাবার সরবরাহের উদ্যোগ নিয়েছে বদরগঞ্জের একটি মহল। এ কর্মসূচির উদ্বোধন করেন বদরগঞ্জ উপলো পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট। এসময় আরো উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ওমর ফারুক, ভেটেনারি সার্জন স্বপন চন্দ্র সরকার, লাইভস্টক এক্সটেনশন কর্মকর্তা ডাঃ সুস্মিতা রায়, বদরগঞ্জ ডেইরি এন্ড মিট ফারমার্স কল্যাণ এসোসিয়েশনের সভাপতি রাকিবুজ্জামান পলাশ, বদরগঞ্জ পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি মাসুদ পারভেজ পাপ্পু।
এলডিডিপি প্রকল্পের ইমারজেন্সি একশ্যান প্লানের আওতায় বদরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদের তত্ত¡াবধায়নে বদরগঞ্জ ডেইরি এন্ড মিট ফারমার্স কল্যাণ এসোসিয়েশন এবং বদরগঞ্জ পোল্ট্রি এসোসিয়েশন এর পরিচালনায় ভ্রাম্যমাণ দুধ ডিম মুরগী বিক্রির কার্যক্রম পরিচালিত হবে।
ভ্রাম্যমাণ ট্রাক করে উপজেলার বিভিন্ন হাট-বাজারে ভোক্তা সাধারণের মাঝে এসব দ্রব্য বিক্রি করা হবে। এতে দুধ প্রতি লিটার বিক্রি হবে ৪০ টাকায়। এক হালি ডিম মিলবে ২৬ টাকায়। ব্রয়লার মুরগি ১২৫ টাকায় এক কেজি পাওয়া যাবে। সোনালী মুরগী ২২৫ টাকা কেজি দরে পাওয়া যাবে।