ঘোষনা:
শিরোনাম :
সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আশঙ্কাজনক ৩ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে নীলফামারী সাতক্ষীরায় ভিডিও কলে রেখে ঘরে গলায় ফাঁস দিয়ে বিউটিশিয়ানের আত্মহত্যা নীলফামারীতে ঘোড়ার প্রতি পাকে,পরিবারে জীবনের গল্পটা কস্টের নীলফামারীতে কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজের উদ্বোধন ঈদে বাড়ি ফেরা হলো না, শিশু সন্তান সহ পরিবারের  ঈদে ৫ দিন বন্ধের পরে, সাতক্ষীরা স্থলবন্দরে আমদানী-রপ্তানী শুরু, কর্মচাঞ্চল্য বাগেরহাটে পুকুরে স্যাটেলাইট কুমির উদ্ধার, অবমুক্ত সুন্দরবনে
ঘুঘু পাখির অভয়ারণ্য,সৈয়দপুর রেলওয়ে পুলিশ সুপারের বাসভবন।

ঘুঘু পাখির অভয়ারণ্য,সৈয়দপুর রেলওয়ে পুলিশ সুপারের বাসভবন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি,
গোলঘরে বসতে পারছেন না। লিচু বাগানেও কীটনাশক স্প্রে করতে পারছেননা । প্রচন্ড গরমে এসি বন্ধ করে ঘুঘু পাখিদের নিরাপদ আবাস গড়েছেন,সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার (এসপি) সিদ্দিকী তাঞ্জিলুর রহমান। কারণ এ সব জায়গায় ৩০টি বাসা গড়েছে ঘুঘু পাখি। ওই পাখিরা যাতে স্বস্তিতে ডিম পাড়তে পারে এজন্য বাসভবন ও এর প্রাঙ্গণ জুড়ে কড়া সতর্ক নজর রেখেছেন তিনি।
নীলফামারীর সৈয়দপুর শহরের রেলওয়ে অফিসার্স কলোনিতে প্রায় ২ একর জমির ওপর বিশাল বাসভবন পুলিশ সুপারের। এর দক্ষিণে রেলওয়ে অফিসার্স ক্লাব। আর পূর্বপাশে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়কের (ডিএস) বাসভবন। মাঝে বিমানবন্দর সড়ক। ওই বাসভবনে স্ত্রী সন্তানসহ পুলিশ সুপারের বসবাস। ভবনের পুরো প্রাঙ্গণ জুড়ে মনোরম বাগান। সেখানে রয়েছে বেশকিছু লিচু গাছ। ভবনের সামনে গোলঘর, গেট, লিচু বাগান, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের কুলার সবখানে বাসা বেধেছে ঘুঘু পাখি।
দেখা যায়, পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান নিজ মনে বাগান পরিচর্যা করছেন। কথা হল তাঁর সাথে। তিনি জানান, ভবনের ৩০টি স্থানে ঘুঘু পাখি বাসা বেধেছে। এর কারনে প্রচন্ড গরম সত্বেও এসি ছাড়তে পাচ্ছি না। পাখিগুলো যাতে নিরাপদে ডিম পাড়তে পারে সেজন্য সব রকম ব্যবস্থা নিয়েছি। তিনি বলেন, আমার সাথে দেখা করতে আসা দর্শনার্থীদের সাথে গোলঘরে বসা হচ্ছে না। কেউ উচ্চস্বরে কথা বলছে না। লিচু বাগানে ফল এসেছে। এসময় কীটনাশক স্প্রে করতে হয় কিন্তু আমি আমার লোকদের তাও মানা করেছি।
পাখিপ্রেমী পুলিশ সুপার হেসে হেসে বললেন, ছেলেবেলায় এয়ারগান দিয়ে কত পাখি মেরেছি। অথচ এখন দেখুন পাখিদের জন্য মায়া হচ্ছে। ওদের নিরাপত্তর কথা ভেবে পরিবারসহ কষ্ট করছি।
সিদ্দিকি তাঞ্জিলুর রহমান বলেন, ঘুঘু পাখির চরম শক্র হচ্ছে তালুয়া পাখি। ওই পাখি যাতে ঘুঘুর ডিম খেয়ে না ফেলে এজন্য বাসভবনে পুলিশ পাহারা বসিয়েছি। পালাক্রমে বিরামহীন খোঁজ রাখছেন তারা। আমি নিজেও এনিয়ে তদারক করছি। প্রচন্ড গরমে কষ্ট পাচ্ছি তাতে কি! আমার বাসভবন এখন ঘুঘু পাখির অভায়রণ্য। এটা কি আনন্দের নয়?
এ নিয়ে কথা হয় পাখি ও পরিবেশবাদী সংগঠন সেতুবন্ধনের সভাপতি আলমগীরের সাথে। তিনি জানান, বিষয়টি আমরা জেনেছি। আমরা সার্বিকভাবে এসপি মহোদয়কে এ নিয়ে সহযোগিতা করতে চাই।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST