সাজিয়া আফরিন সৃষ্টি, স্টাফ রিপোর্টার,
সাজিয়া আফরিন সৃষ্টিকে সভাপতি এবং রায়হান খান আকাশকে সাধারণ সম্পাদক করে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সুহৃদ সমাবেশ-এর নতুন কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (৪মে) অনলাইন মিটিংয়ে ২৯ সদস্যের এ কমিটি ঘোষণা করেন সমকাল সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্টামফোর্ড সুহৃদ সমাবেশের উপদেষ্টা, সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দা আখতার জাহান।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি, গাজী সানজিদা, তাজবিহ স্মরণ; যুগ্ম সাধারণ সম্পাদক, জাকিউর রহমান, নুসরাত জাহান সুমাইয়া; সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ সাব্বির; অর্থ সম্পাদক, আজমেরী আজিজ লিমা; দপ্তর সম্পাদক, নয়ন কুমার দাস; ক্রীড়া সম্পাদক, মোঃ রিয়াজ; বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সায়েদা আখতার; নারী বিষয়ক সম্পাদক, তানজুম নিবির; পাঠচক্র বিষয়ক সম্পাদক, মোছাঃ রওজা ইসলাম; সমাজকল্যাণ সম্পাদক, শাহীনুর আলম।
কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন, সুপ্রভা দাস, জামান শাকিল, সারোয়ার বিদ্যুৎ, আবির হাসান, মাহাথির মোহাম্মদ, মৃত্তিকা উর্মি, তমাল খান, জুনায়েদ কাজি, আল মুন্তাকিম, মাহবুবুল হাসান, সুমাইয়া কায়সার, মোঃআরিফুল ইসলাম খান, মাহফুজ আহমেদ, মাহমুদুল হাসান ইমন।
বিদায়ী আহবায়ক হাসান ওয়ালীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আকরাম হোসেনের সঞ্চালনায় নতুন কমিটির উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, সাইফুল মাসুম, আমিনুর রহমান হৃদয়, এসকে শাওন, মেসবাহ হাসান, মুহাইমিনুল ইসলামসহ বিদায়ী কমিটির সদস্যরা।