ডিমলা (নীলফামারী) প্রতিনিধি,
নীলফামারীর ডিমলা খগা খড়িবাড়ী ইউনিয়নের উত্তর বাড়ী গ্রামে আলাল উদ্দিনের বাড়ীর খুলির জমি দিয়ে জোরপূর্বক রাস্তা দখলের চেষ্টা করেছেন পাশ্ববর্তী প্রভাবশালী ব্যক্তি জিয়ারুল ইসলাম (৩৫)।
জানা যায় আলাল উদ্দিনের বসতভিটার সামন খুলি দিয়ে জোরপূর্বক চলাচলের রাস্তা তৈরী করার পায়তারা করেছে তাহার পার্শ্ববর্তী বাসিন্দা জিয়ারুল ইসলাম।
আলাল উদ্দিন সংবাদকর্মীকে বলেন আমার বাবার পৈত্রিক সম্পত্তি ও ক্রয়কৃত জমিতে আমি বসতবাড়ী নির্মাণ করে ৪ ছেলে-মেয়ে নিয়ে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছি।
জিয়ারুল ইসলাম এর আগে অন্য রাস্তা দিয়ে চলাচল করত: হঠাৎ গত কয়েকদিন যাবত জিয়ারুল ইসলামএলাকার কিছু কু-চক্রী মহলের সহায়তায় ক্ষমতার প্রভাব খাটিয়ে আমার খুলি দিয়ে জোরপূর্বক রাস্তা তৈরীর চেষ্টা চালাচ্ছে এবং মিথ্যা ও বানোয়াট মনগড়া গুজব রুটিয়ে আমার পরিবারকে হেও প্রতিপন্ন করার জন্য বিভিন্ন অনলাইন ও প্রিন্টিং পত্রিকায় সংবাদ প্রকাশ করেছে যাহা আদৌ সত্য নয়।
এলাকাবাসী সূত্রে জানা যায় জিয়ারুল ইসলাম চাচা মোক্তার হোসেন জিয়াউল রহমানকে একাধিকবার রাস্তার জন্য ন্যায় মূল্যে জমি ক্রয় করার কথা বলিলেও তিনি কোন কর্ণপাত করেন না।
এ বিষয় অত্র ইউ.পি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন এর সহিত মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করিলে তিনি ফোন রিসিভ করেন নাই।