ঘোষনা:
শিরোনাম :
যাকাত আদায়ের সতর্কতা।

যাকাত আদায়ের সতর্কতা।

ওয়াদুদ রহমান,নীফামারী,
যাকাত ও ফিতরা আদায়ের ইসলামি নির্দেশনা।
শুধু আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য ৮টি খাতে যাকাত ও সাদকাতুল ফিতর (ফিতরা) দেওয়ার কথা বলা হয়েছে পবিত্র কোরআনে। সেগুলো হলো: ফকির-মিসকিন, জাকাত আদায়ে নিযুক্ত কর্মচারী, নওমুসলিম, ক্রীতদাস, ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর পথে নিমগ্ন ব্যক্তি ও বিপদগ্রস্ত বিদেশি মুসাফির ও পথশিশু।
এই ৮টি খাতের যদি নিকটাত্মীয় ও প্রতিবেশী থাকে, তাহলে তাদের অগ্রাধিকার দিতে হবে। আপন ভাই-বোন গরিব হলে তাদের যাকাত দেওয়া যাবে এবং তাই আগে উচিত।যাকাতের অর্থ বা মাল দেওয়ার ক্ষেত্রে মনে মনে আল্লাহর কাছে নিয়ত করলেই যাকাত আদায় হয়ে যায়, মুখ ফুটে বলার প্রয়োজন নেই। যাকাত দেওয়ার সময় মানুষকে হেয় করা ইসলামে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এটি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করতে বলা হয়েছে পবিত্র কোরআনে। যাকাত দানের ক্ষেত্রে শুধু মনে মনে আল্লাহর কাছে যাকাতের নিয়ত করাটাই যথেষ্ট।
সূত্র: (সুরা তাওবাহ, আয়াত: ৬০) এবং (রদ্দুল মুহতার ২/২৬৮)।
#আল্লাহ #ইসলাম #যাকাত #সুরাতাওবাহ।
ওয়াদুদ রহমান
সাধারন সম্পাদক,সদর আওয়ামী লীগ,নীফামারী।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST