এস আই মানিক, নীলফামারী।
জেলার জলঢাকা উপজেলার ৬নং শিমুলবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের জমশেদ আলী ভুট্টুর ছেলে আশরাফুল (১৯) গত ০২ জুন থেকে নিখোঁজ রয়েছেন। তার গায়ের রং ফরসা উচ্চতা আনুমানিক ৫ ফুট মুখমন্ডল লম্বাটে হালকা পাতলা গড়নের।
পরিবার সুত্রে জানা যায়, আশরাফুলকে গত বৃহস্পতিবার রাতে তার বাবা রাজধানীর আব্দুল্লাহ পুর থেকে জলঢাকা খেড়কাটিগামী (ঢাকা মেট্রো গ ১৫ ৬০ ৬৯ ) রিদয় তাহসিন গাড়িতে বাড়িতে পাঠায়। পরের দিন শুক্রবার খেড়কাটি কাউন্টারে আসার কথা থাকলেও এসে পৌছায় তার ব্যাগ।
এ বিষয়ে গাড়ির স্টাফ সুপারভাইজার এর সাথে কথা হলে তিনি জানান, টাঙ্গাইল মহাসড়ক জ্যামে গাড়ী থামলে ছেলেটিকে নামতে দেখেছি কিন্তু উঠছে কিনা আমি দেখি নাই।
কোন স্বহৃদয়বান ব্যক্তি যদি হারিয়ে যাওয়া আশরাফুলের সন্ধান পেয়ে থাকেন তাহলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হইল। মোবাইল নং-01722363933