ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে সাংবাদিককে হামলার সুষ্ঠ বিচারের দাবীতে স্বারকলিপি প্রদান। নীলফামারীতে দীপ আই কেয়ার ফাউন্ডেশনে চক্ষু সেবা মাত্র একশত টাকায় হিট স্ট্রোকের আগে কি কি,উপসর্গ হতে পারে সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আশঙ্কাজনক ৩ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে নীলফামারী সাতক্ষীরায় ভিডিও কলে রেখে ঘরে গলায় ফাঁস দিয়ে বিউটিশিয়ানের আত্মহত্যা নীলফামারীতে ঘোড়ার প্রতি পাকে,পরিবারে জীবনের গল্পটা কস্টের নীলফামারীতে কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজের উদ্বোধন
জলঢাকায় কমিউনিটি ক্লিনিকগুলোতে স্বাস্থ্যসেবা ব্যাহত

জলঢাকায় কমিউনিটি ক্লিনিকগুলোতে স্বাস্থ্যসেবা ব্যাহত

রনজিত রায়, জলঢাকা  নীলফামারী প্রতিনিধি,

নীলফামারীর জলঢাকায় কমিউনিটি ক্লিনিকগুলো রক্ষণাবেক্ষন ও সংস্কারের অভাবে স্বাস্থ্যসেবা অনেকটা ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় কমিউনিটি ক্লিনিকের ভবনগুলো ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। বর্ষাকালে এ অবস্থার চরম আকার ধারণ করে। উপজেলা স্বাস্থ্য বিভাগ  জানা যায়, উপজেলাটিতে ৪৩টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এরমধ্যে বেশিরভাগ ক্লিনিক ভবনগুলোর অবস্থা একেবারেই নাজুক। প্রতিবছর এলজিএসপির বরাদ্দে স্বাস্থ্য সেবার জন্য ইউনিয়ন গুলোতে দেওয়া থাকলেও উপেক্ষিত হয়েছে সেই বরাদ্দ। কয়েকটি ইউনিয়নের জনপ্রতিনিধি কমিউনিটি ক্লিনিকগুলোতে বাউন্ডারী ওয়াল নির্মান করলেও বেশিরভাগ জনপ্রতিনিধিরা এ বিষয়ে উদাসিন। যার কারনেই দীর্ঘদিনে সেই সমস্ত ক্লিনিক গুলো অরক্ষিত অবস্থায় রয়েছে। এসব ভবনগুলোর অবস্থান বেশিরভাগই রাস্তার পাশে বা খোলা মাঠে। এছাড়াও ক্লিনিকগুলোতে নেই কোন নাইটগার্ডের ব্যবস্থা। বৃহস্পতিবার সরেজমিনে পৌরসভাধীন দুন্দিবাড়ী কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে কমিউনিটি ক্লিনিকের অবস্থান। ঝুঁকি নিয়ে স্বাস্থ্যসেবা নিতে আসছেন অনেকে। এরমধ্যে বেশিরভাগই গর্ভবর্তী নারী ও শিশু। কথা হয় ওই ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) আইরিন আক্তারের সাথে। তিনি জানান, দীর্ঘদিনের পুরাতন ভবনে ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হয়। বর্ষাকালে ভবনের ছাদ বেয়ে মেঝেতে পানি জমে। সেসময় স্বাস্থ্যসেবা দিতে আমাদের অনেক বেগ পেতে হয়। ফ্যামিলি ওয়েলফেয়ার এ্যাসিস্ট্যান্ট (এফডবিøউএ) হেনা বলেন, প্রধান সড়কের পাশেই আমাদের ক্লিনিকটি। নেই বাউন্ডারী ওয়াল। সপ্তাহে ৬ দিন মায়েরা তাদের শিশুদের নিয়ে রাস্তার পার হয়ে স্বাস্থ্যসেবা নিতে আসে এখানে। বাউন্ডারী ওয়াল না থাকায় যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। কয়েকটি ইউনিয়নের চিকিৎসা নিতে আসা আয়শা বেগম, চায়না রানী ও খালেদা বেগম বলেন, প্রধান সড়কের পাশে ক্লিনিকটি হওয়ায় ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। তারা আরও জানায় বর্ষাকালে খোলামেলা জায়গায় পানি জমে তাই আমরা অনেক সময় এখানে না এসে সরকারি হাসপাতালে যাই। স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন, প্রতিবছর ইউনিয়ন পরিষদে এলজিএসপিসহ বিভিন্ন বরাদ্দ দেয়া হয়। এ বরাদ্দগুলো থেকে ক্লিনিকগুলো সংষ্কার করা যেত। কিন্তু তা করা হচ্ছে না। ধর্মপাল ইউনিয়নের চেয়ারম্যান জামিনুর রহমান জানান, এলজিএসপির বরাদ্দ দিয়ে কমিউনিটি ক্লিনিকের বাউন্ডারি ওয়াল নির্মান করা যায়। আমি আমার ইউনিয়নে তা করেছি। বাকীরা কেন করছেনা তা আমি জানি না। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এইচ.এম রেজওয়ানুল কবীর বলেন, সংস্কারের অভাবে বেশিরভাগ ক্লিনিকগুলোর অবস্থা খুবেই নাজুক। বর্ষাকালে স্বাস্থ্য সেবা ব্যাহত হয় ক্লিনিকগুলোতে। বাউন্ডারী ওয়াল না থাকায় কমিউনিটি ক্লিনিকগুলো রয়েছে অরক্ষিত। এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, এলজিএসপির বরাদ্দ স্বাস্থ্য খাতে ব্যবহার করা যাবে। তিনি আরও জানান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তার সাথে আলোচনা করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST