ঘোষনা:
শিরোনাম :
সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আশঙ্কাজনক ৩ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে নীলফামারী সাতক্ষীরায় ভিডিও কলে রেখে ঘরে গলায় ফাঁস দিয়ে বিউটিশিয়ানের আত্মহত্যা নীলফামারীতে ঘোড়ার প্রতি পাকে,পরিবারে জীবনের গল্পটা কস্টের নীলফামারীতে কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজের উদ্বোধন ঈদে বাড়ি ফেরা হলো না, শিশু সন্তান সহ পরিবারের  ঈদে ৫ দিন বন্ধের পরে, সাতক্ষীরা স্থলবন্দরে আমদানী-রপ্তানী শুরু, কর্মচাঞ্চল্য বাগেরহাটে পুকুরে স্যাটেলাইট কুমির উদ্ধার, অবমুক্ত সুন্দরবনে
নীলফামারীর ডোমারে পুকুর খননকালে পাওয়া গেল কৃষ্ণ মূর্তি।

নীলফামারীর ডোমারে পুকুর খননকালে পাওয়া গেল কৃষ্ণ মূর্তি।

ডোমারে পুকুর খননকালে পাওয়া গেল কৃষ্ণ মূর্তি।

রতন কুমার রায়-স্টাফ রিপোর্টার,
পুকুর খননের সময় প্রাচীন সভ্যতার পিতলের কৃষ্ণমূর্তি পেলেন ট্রাক্টর শ্রমিক শামুন নামে এক যুবক।
আজ রবিবার (১৩ জুন/২১) দুপুরে স্থানীয় যুবলীগ নেতা মজিবুল ইসলাম ও ব্যবসায়ী জাহিনুর ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে মূর্তিটি প্রশাসনের কাছে হস্তান্তর করেন।
গত শুক্রবার নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের চিকারহাট নামক স্থানে পুকুর খননের সময় মুর্তিটি পাওয়া যায়। শামুন পশ্চিম সোনারায় টংবান্ধা এলাকার নুরুল হকের ছেলে। শামুন বলেন, প্রতিদিনের ন্যায় ট্রাক্টর টলিতে মাটি উঠার কাজে যাই। পুকুরের মাটি খননের সময় ধাতব একটি মূর্তি বেরিয়ে আসে। মূর্তিটি পরিস্কার করে এলাকার কয়েকজন ব্যক্তিকে দেখালে তারা কৃষ্ণমূর্তি বলে জানান। তারা সবাই মিলে জামিরবাড়ী জয়ডাঙ্গা এলাকার বাঁশিকান্ত রায়কে দেখালে তিনি বলেন এটি প্রাচীন কালের পিতলের তৈরি কৃষ্ণ মূর্তি। মূহুর্তে খবরটি ছড়িয়ে পড়লে সনাতন ধর্মের লোকসহ অনেক মানুষ মূর্তিটি দেখার জন্য ভীড় জমায়। অনেকে মূর্তিটি ক্রয় করতে চাইলেও রাজি হননি শামুন। অর্থের লোভ না করে মূর্তিটি প্রশাসনের কাছে জমা দেবেন বলে এলাকাবাসীকে সাফ জানিয়ে দেন। এমন উদ্দ্যেগে এলাকাবাসীর কাছে প্রশংসায় ভাসছেন শামুন। শনিবার সন্ধ্যায় মূর্তি পাওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমকে অবগত করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম বলেন, মূর্তি পাওয়ার বিষয়টি আমাকে অবগত করলে,আমি থানায় জমা দিতে বলেছি।
ডোমার থানা ওসি(তদন্ত) বিশ্বদেব রায় মূর্তিটি হস্থান্তরের বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকাবাসীর খবরে ঘটনাস্থলে গেলে শামুন সাড়ে ১৭ ভরি ওজনের কৃষ্ণ মূর্তিটি নিজেই আমাদের কাছে হস্থান্তর করেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST