ঘোষনা:
শিরোনাম :
সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আশঙ্কাজনক ৩ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে নীলফামারী সাতক্ষীরায় ভিডিও কলে রেখে ঘরে গলায় ফাঁস দিয়ে বিউটিশিয়ানের আত্মহত্যা নীলফামারীতে ঘোড়ার প্রতি পাকে,পরিবারে জীবনের গল্পটা কস্টের নীলফামারীতে কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজের উদ্বোধন ঈদে বাড়ি ফেরা হলো না, শিশু সন্তান সহ পরিবারের  ঈদে ৫ দিন বন্ধের পরে, সাতক্ষীরা স্থলবন্দরে আমদানী-রপ্তানী শুরু, কর্মচাঞ্চল্য বাগেরহাটে পুকুরে স্যাটেলাইট কুমির উদ্ধার, অবমুক্ত সুন্দরবনে
কোট সোয়েটার আর সার্টের তলায় গেঞ্জি কে চোখে পরেনা,

কোট সোয়েটার আর সার্টের তলায় গেঞ্জি কে চোখে পরেনা,

নাহিন,

কোট সোয়েটার আর সার্টের তলায় গেঞ্জি কে অতটা চোখেই পরেনা,
কিন্তু সেতো অন্যদের চেয়ে কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ কীংবা তুচ্ছ তাচ্ছিল্যের নয়, নাই বা থাকলো তার বোতাম পকেট বা কলার,,,,,
কিন্তু সেইতো সবার আগে যেকোনো কাজে কাধ বারিয়ে দেয় এবং আন্তরিকতার সাথে পালন করে তার প্রতি অর্পিত দায়িত্ব, আর সবচেয়ে বড় কথা হলো অন্য অনেকের মতো কখনই সে হাত পা গুটিয়ে বসে থাকেনা,
তবে কেনো তার বেলাোয় এতো অযত্ন এতো অবহেলা ?
তেমনি নিয়মিত পরিমিত যত্ন পরিচর্যা ও বিশ্বাস ছাড়া সম্পর্ক ভালোবাসা বলেন আর বন্ধুত্ব বলেন একটাও টিকিবেনা,
বিশ্বাসই হোলো একটি সম্পর্কের মূল ভিত্তি ও শেকড়
যেটা একবার ভাঙ্গিয়া গেলে আর সহজে জোরা লাগিবেনা,
যতই সেতারে নতুন তার প্রতিস্হাপন করুন না কেনো
সেই আগের সূর আর বাজিবেনা, শেকর মরে গেলে সেই গাছ কী আর বাঁচে?
,নিয়মিত পরিকল্পিত পরিচর্যা ও আগ্রহের সাথে বাঁচুন, আগ্রহ ব্যতীত কাজ করার থেকে না করাই সবদিক থেকে মঙ্গলজনক, তবে কারো আসায় বসিয়া থাকিলে কিন্তু চলিবেনা , পরনির্ভরতা আপনার জীবনকে করিয়া তুলিবে পরাধীন এবং দূর্বীষহ,
স্বাধীন ভাবে বীরের মতো বাচুন,,,,,,,
,কাপুরুষের মতো বেচে থাকার থেকে মৃত্যু অধিক শ্রেয়,
যা করিবার তা আজ এবং এখন এই মূহুর্তো থাকিয়া করিতে হইবে, সেই আগামী কাল জীবনে কখনোই আসিবেনা, সবকিছু সবাইকে বলে কয়ে করতে হবে এমন কোনো কথা নেই,
যেমন আমি যা কস্মীনকালেও বলিনা সর্বাগ্রে আগে করিয়া থাকি তাই ,
অন্যের বুদ্ধিতেও কভূ চলিনা নিজের নৌকায় নিজেই বৈঠা বাঁই ,
অন্ততঃ ততোটা অপরাধবোঁধে ভূগীনা যে যা বলে বলুক যা খুশি যাই তাতে যদি তাদের প্রাণ জুরায় ,
তবে সহসাই হতভাম্বীক দীর্ঘশ্বাস নিঃসৃত লু বায়ু ঝর বয়ে যায় ,
হঠাৎ শিহরণে শিহরীতঃ শিরা উপশিরা ঋতপিন্ডের নীলয় ও অলিন্দদ্বয় ,
বলিনা কখনও চাইওনা বলিতে যা পারিবোনা ও করিবোনা,
তবে আপন ন্যায্য হক অধীকার কস্মিনকালেও ছাড়িবোনা ,
.০১ শতাংশও চাইনা বেশী নিতে,
অন্যের ন্যায্য হিস্যাও প্রয়োজনে চাই বুঝিয়ে দিতে,
কম কেনো নেবো.০১ শতক?
জালিয়াতি করেই চলছে পরধনলোভী কতক,
আর যা আমি বলবো অথবা বলি ,
হতে পারে সেটার কীছুটা দেরী ,
তবে ইনসাআল্লাহ সেই পথেই চলি ,
জন্ম থেকে জালিয়াতরা যতই পরাতে চেষ্টা করুক না কেনো পায়ে বেরী ,
মিথ্যা অলীক স্বপ্ন দেখিয়ে অবাস্তব স্বপ্নের বুনিনা জাল ,
ধ্বংস হোক পরজীবি প্রটোজোয়া ভাইরাস ভূমি দস্যু ও অপশক্তির জন্জাল ,
পাপীষ্ট পামড় অতী খুদ্রতর নগণ্য এক নরাধম আমি ,
দয়া করো হে দয়াময় ,সর্বশক্তিশালী সর্বত্র বিরাজীতঃ মহান অন্তর্জামী।

নাহিন

নীলফামারী।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST