কিশোরগঞ্জ ,নীলফামারী,প্রতিনিধি ,
নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলার বড়ভিটা বাজার হতে ২ ইউপি সদস্যসহ ৭ জুয়ারীকে আটক করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ। শনিবার রাতে জুয়া খেলা অবস্থায় জুয়ারীকে আটক করে থানায় নিয়ে আসে। আজ রবিবার জুয়ারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন থানা পুলিশ।আটককৃতরা হলেন, উপজেলার বড়ভিটা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম(৫৬), ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোনাব্বর হোসেন লিটু (৩৫), যুগল চন্দ্র রায়(৩৫), ভরত চন্দ্র রায় (৪০), আব্দুর রহমান (৬০), জয়নাল আবেদীন (৫৫), নূর আলম (৫৫) এরা সকলেই বড়ভিটা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এম. হারুন অর রশীদ জানান, আটককৃত জুয়ারীদের কাছ হতে নগদ অর্থ এবং জুয়া খেলার সরঞ্জাম, দুইটি মোটরসাইকেল, ৬ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রজু করে আদালতে প্রেরণ করা হয়।