সামাউন আলী, সিংড়া(নাটাের)প্রতিনিধি ,
নাটোরের জেলার সিংড়া উপজেলার ০৮ নং শেরকোল ইউনিয়নের ভাগনাগরকান্দী গ্রামের দরিদ্র পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি সাহাবুল ইসলাম ওরফে হাদুল হঠাৎ প্যারালাইজড আক্রান্ত হওয়ায় তাঁর দু মেয়ের পড়ালেখা বন্ধ হবার পথে। বিশেষ করে মেধাবী শিক্ষার্থী লায়লার মাসিক খরচ প্রায় ৫ হাজার টাকা। এ টাকা দেবার সামর্থ নাই তাঁর বাবার। এমন অবস্থায় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এ সংবাদ দেখে নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ সহযোগিতার হাত বাড়ান। রবিবার সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো জেলা প্রশাসনের পক্ষ হতে নগদ দশ হাজার টাকা লায়লার অসুস্থ বাবার হাতে তুলে দেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন, সাংবাদিক সামাউন আলী সুমন উপস্থিত ছিলেন।