ঘোষনা:
শিরোনাম :
সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আশঙ্কাজনক ৩ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে নীলফামারী সাতক্ষীরায় ভিডিও কলে রেখে ঘরে গলায় ফাঁস দিয়ে বিউটিশিয়ানের আত্মহত্যা নীলফামারীতে ঘোড়ার প্রতি পাকে,পরিবারে জীবনের গল্পটা কস্টের নীলফামারীতে কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজের উদ্বোধন ঈদে বাড়ি ফেরা হলো না, শিশু সন্তান সহ পরিবারের  ঈদে ৫ দিন বন্ধের পরে, সাতক্ষীরা স্থলবন্দরে আমদানী-রপ্তানী শুরু, কর্মচাঞ্চল্য বাগেরহাটে পুকুরে স্যাটেলাইট কুমির উদ্ধার, অবমুক্ত সুন্দরবনে
বাপ্পির বুকে মিশে গেলেন জাহারা মিতু!

বাপ্পির বুকে মিশে গেলেন জাহারা মিতু!

বাপ্পির বুকে মিশে গেলেন জাহারা মিতু!

বিনোদন প্রতিবেদক,
‘লাভার নাম্বার ওয়ান’ হয়ে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী দাগ বসিয়েছেন মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা জাহারা মিতুর হৃদয়ে। যার কারণে বাপ্পির বুকে মিশে যেতে চান মিতু। সোমবার (৪ অক্টোবর) বাপ্পি-মিতু একই ক্যাপশনে দুটি ছবি শেয়ার করেন ফেসবুকে।

ছবি দুটি পোস্ট করার পর অন্তর্জালে ভাইরাল হয়ে গেছে। যা ‘গলুই’ সিনেমায় শাকিব খানের নতুন লুকের ছবিও পিছনে ফেলে ছড়িয়ে যায় বাপ্পি-মিতুর কেমিস্ট্রির এই ছবি।

ছবির ক্যাপশনে দোলা কামালকে প্রশ্ন রেখে বলেন, তুই এতো লম্বা কেনো বলতো? উত্তরে কামাল বলেন, যাতে হাত বাড়ালে ঠিক আমার বুক বরাবর মিশে যেতে পারিস।

মুহূর্তেই ছবিটি বাংলা চলচ্চিত্রের গ্রুপে ছড়িয়ে যায়। বাপ্পির পোস্টের নিচে জাহারা মিতু মন্তব্য করেন, প্রেমতো দেখি জমে উঠেছে। তার মন্তব্য ঘিরে অনেকেই ধারণা করছেন বাপ্পি-মিতু গোপনে চুটিয়ে প্রেম করছেন। অনেকেই শুভকামনা জানিয়ে লিখেছেন- জুটিটা মানিয়েছে বেশ।

দীপ চৌধুরী নামের একজন লিখেছেন, দুজনকে মানিয়েছে ভালো। কিন্তু এতোটা সুন্দর মানাবে কখনো ভাবিনি‌। দুজনকেই অনেক অনেক কিউট লাগছে।

এ প্রসঙ্গে বাপ্পি চৌধুরী বলেন, ছবি দুটি ‘জয় বাংলা’ সিনেমার শুটিংয়ের সময়কার। পর্দায় দর্শকরা কামাল আর দোলার রসায়ন দেখতে পাবেন। এর বেশি এখন বলা যাবে না। বাকি গল্প জানতে দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখতে হবে। ছবিতে আমাদের দুটি সংলাপ যুক্ত করে দিয়েছি, এর বেশি কিছু নয়। আমরা শুধুই সহশিল্পী। সিনেমা মুক্তির আগেই আমাদের জুটি দর্শকরা ইতিবাচক হিসেবে দেখছেন। একসঙ্গে আমরা আরও সিনেমায় কাজ করতে চাই।

মুক্তিযুদ্ধ নিয়ে প্রখ্যাত সাহিত্যিক ও অধ্যাপক মুনতাসির মামুনের কিশোর উপন্যাস ‘জয় বাংলা’। এই উপন্যাস অবলম্বনে সিনেমা নির্মাণ করছেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা কাজী হায়াৎ। উপন্যাসের নামেই রাখা হয়েছে সিনেমাটির নাম।

২০২০-২১ অর্থবছরে সাধারণ শাখায় ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছে সিনেমাটি। টুঙ্গিপাড়া চলচ্চিত্রের ব্যানারে এটি নির্মিত হচ্ছে। এরই মধ্যে এফডিসিতে প্রথম লটের দৃশ্য ধারণ শেষ হয়েছে গত ১ অক্টোবর। শিগগিরই দ্বিতীয় লটের শুটিং শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পূবাইলে।

এদিকে, কিছু দিন আগে থ্রিলার ও অ্যাকশনধর্মী গল্পের যুগল নির্মাতা অপূর্ব রানার ‘যন্ত্রণা’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন বাপ্পি-মিতু। শিগগিরই সিনেমাটির চিত্রায়ন শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST