ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ,
নীলফামারীর ডিমলায় ও রতনাগর্ভা মায়েদের সম্মাননা স্মারক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে ঢাকা ইউনিভার্সিটি এসোসিয়েশন অব ডিমলা। শুক্রবার (৭জুন) দুপুরে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ অডিটরিয়ামে উপজেলার পিএসসি, জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত সহ ২০১৮-১৯ সেশনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ প্রাপ্ত কয়েক শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় ডিমলার কৃতি সন্তান বর্তমানে টাংগাইল জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্রিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল করিম, গাইবান্দা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজিনূর রহমান, পাট অধিদপ্তর ঢাকা এর সহকারী পরিচালক মিজান উদ্দিন, শিক্ষা মন্ত্রনালয়ের সহকারী প্রোগ্রামার শাহিনুর রহমান, ডিমলা তিস্তা কলেজের প্রভাষক আব্দুর রাজ্জাক, দিনাজপুর মেডিকেল কলেজের ডাঃ শ্যামলী আক্তার, রংপুর বিদ্যুৎ আদালতের ম্যাজিষ্ট্রেট(যুগ্ন জেলা ও দায়রা জজ) ওয়ায়েজ কুরুনী সজীবের মা রফিকুন্নেছা রুনি, দিনাজপুর মেডিকেল কলেজের সহকারী শিক্ষক শামছুন্নাহারের মা রাজিয়া খাতুন ফেজা, রংপুর সরকারি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক রিপন কুমার রায়ের মা রুপা বালা রায়কে রতনাগর্ভা মায়ের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন,বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ডিমলার কৃতি সন্তানেরা।