ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে সাংবাদিককে হামলার সুষ্ঠ বিচারের দাবীতে স্বারকলিপি প্রদান। নীলফামারীতে দীপ আই কেয়ার ফাউন্ডেশনে চক্ষু সেবা মাত্র একশত টাকায় হিট স্ট্রোকের আগে কি কি,উপসর্গ হতে পারে সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আশঙ্কাজনক ৩ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে নীলফামারী সাতক্ষীরায় ভিডিও কলে রেখে ঘরে গলায় ফাঁস দিয়ে বিউটিশিয়ানের আত্মহত্যা নীলফামারীতে ঘোড়ার প্রতি পাকে,পরিবারে জীবনের গল্পটা কস্টের নীলফামারীতে কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজের উদ্বোধন
দুই জার্মান কূটনীতিককে বহিস্কার করেছে রাশিয়া

দুই জার্মান কূটনীতিককে বহিস্কার করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক,
রাশিয়ায় দুই জার্মান কূটনীতিককে বহিস্কার করেছে। সোমবার (২০ ডিসেম্বর/২১) জার্মানির একটি আদালতের দেয়া রুলিং প্রশ্নে বার্লিনের সাথে বিরোধের প্রেক্ষাপটে পাল্টা পদক্ষেপের অংশ হিসেবে তাদেরকে বহিস্কার করা হলো।

আদালতের রায়ে বলা হয়, মস্কো ২০১৯ সালে বার্লিনের একটি পার্কে সাবেক এক চেচেন কমান্ডারকে গুপ্তহত্যার নির্দেশ দিয়েছিল। খবর এএফপি’র।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘জার্মান রাষ্ট্রদূতকে জানানো হয়েছে যে রাশিয়ায় জার্মান দূতাবাসের দুই কূটনীতিক কর্মচারিকে বহিস্কারের পাল্টা পদক্ষেপের অংশ হিসেবে এই বহিস্কার ঘোষণা করা হয়েছে।’তবে এ দুই কূটনীতিক কখন রাশিয়া ত্যাগ করবেন সে ব্যাপারে বিবৃতিতে কিছু বলা হয়নি।

মন্ত্রণালয় আরো জানায়, তারা এমন পদক্ষেপ গ্রহণ করে গত সপ্তাহের রাশিয়ার দুই কূটনীতিককে বার্লিনের বহিস্কারের ‘কঠোর প্রতিবাদ’ জানালো।
বার্লিনের বিচারকরা গত সপ্তাহে রাশিয়ার নাগরিক ভাদিম ক্রাসিকভ ওরফে ভাদিম সকোলভকে যাবজ্জীবন কারাদ- দেন। ২০১৯ সালে বার্লিনের একটি পার্কে ৪০ বছর বয়সী জর্জিয়ার নাগরিক টর্নিক কাভতারাসভিলিকে গুলি করে হত্যা করায় তিনি দোষী সাব্যস্ত হওয়ার পর তার বিরুদ্ধে এ রায় দেয়া হয়।
এক বিচারক বলেন, ক্রেমলিন বিরোধী হওয়ার ‘প্রতিশোধের’ অংশ হিসেবে তাকে হত্যা করা হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানায়, মস্কো এ হত্যার ঘটনায় তাদের জড়িত থাকার কথা দৃঢ়ভাবে প্রত্যাখান করেছে।
মস্কোর এমন ঘোষণার পর বার্লিন জানায়, রাশিয়ার সিদ্ধান্ত দু’দেশের মধ্যে সম্পর্কের আবারো টানাপোড়েন সৃষ্টি করবে।
এদিকে সোমবার জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুৃখপাত্র বলেন, ‘এ পদক্ষেপ বিস্ময়কর না হলেও এটিকে জার্মান সরকার সম্পূর্ণভাবে অযৌক্তিক হিসেবে দেখছে।’





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST