নীলফামারী প্রতিনিধি ,
নীলফামারীর ডিমলায় বজ্রপাতে কামরুল ইসলাম(৩৫) নামে বর্ডার গার্ড বাংলাদেশ’র(বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন।
নিহত কামরুল সিরাজগঞ্জ জেলার কুলাউরা উপজেলার চর পাহাড়ী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি ডিমলা উপজেলার বালাপাড়া বর্ডার আউটপোস্ট(বিওপি)-এ নায়েক হিসেবে কর্মরত ছিলেন।
সুত্র জানায়, শুক্রবার রাতে ঠাকুরগঞ্জ সীমান্তের পশ্চিম ছাতনাই ডাঙ্গাপাড়া নামক স্থানে নায়েক কামরুল ইসলাম ও সৈনিক ইয়াছিন আলী টহলরত অবস্থায় বজ্রপাতের শিকার হন। এ সময় কামরুল ঘটনাস্থলে মারা যান। বজ্রপাতে আহত সৈনিক ইয়াছিনকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিজিবি ৫১ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মোস্তাফিজুর রহমান জানান, টহলরত অবস্থায় বজ্রপাতের শিকার হলে মারা যান কামরুল ইসলাম। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার অফিসার ইনচার্জ(ওসি) মফিজ উদ্দিন শেখ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু(ইউডি) মামলা হয়েছে।