ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ,
ডিজিটাল বাংলাদেশ গড়ার পত্যয়ে যুবদের আত্মকর্মসংস্থানের লক্ষে ২৫ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষনার্থী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
নীলফামারীর ডিমলা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের বাস্তবায়নে ও উপজেলায় বে-সরকারী সংস্থা পল্লীশ্রী রি-কল-২০২১ প্রকল্পের সহায়তায় উপজেলা পর্যায়ে ১৫ জন ছাত্র-ছাত্রীদের এ প্রশিক্ষনের আওতায় এনে প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হয়। সোমবার ডিমলা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব কার্যালয়ের প্রশিক্ষণ রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
ডিমলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং পরিচালনা কমিটির সভাপতি ও পূর্বছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খানের সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার মুন, উপজেলা মাদ্যমিক শিক্ষা অফিসের এপিও ইউআইটিআরসিই ব্যানবেইজ রেদোয়ানুর রহমান, ডিমলা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক লুৎফর রহমান।
পল্লীশ্রী রি-কল প্রকল্পের সমন্বয়কারী বাবু পুরান চন্দ্র বর্মনের সঞ্চলনায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল বারি, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফরাইম আল মিছরী বাবলু, পল্লীশ্রী রিকল প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর ফেরদৌসি বেগম, সুমিত্রা রানী, দবিরুল ইসলাম, পতীক প্রকল্পের প্রজেক্ট অফিসার এম এ মকিম চৌধুরীসহ সাংবাদিক বৃন্দ।