ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে গণমাধ্যমকর্মীকে লাঞ্চিত করায় প্রতিবাদ সমাবেশ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলামুক্ত সেবা দানে প্রধানমন্ত্রীর নির্দেশ নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসে তথ্য চাইতেই গণমাধ্যমকর্মীর উপর চড়াও কিশোরগঞ্জে দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকর্তার অপসরণ ও শাস্তির দাবিতে নীলফামারীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা ও সন্মননা স্মারক প্রদান ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর এশিয়া কাপ আরচারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয় নীলফামারীতে রোজিনা হত্যার বিচার কবে হবে জানতে চায় তার পরিবার ডিমলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন-মাননীয় প্রধানমন্ত্রী
নীলফামারীতে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ হয়েছে।

নীলফামারীতে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ হয়েছে।

আতিকুল ইসলাম ,নীলফামারী  ,
নীলফামারীতে জেলা পর্যায়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৮জুন) জেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলামের সভাপতিত্বে তামাক নিয়ন্ত্রণ আইন ও তামাক পণ্যের ব্যবহারের কুফল নিয়ে আলোকপাত করেন সিভিল সার্জন রণজিৎ কুমার বর্মণ । অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার আবু নাহিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক আবুল কাশেম আযাদ, সমাজ সেবা অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক ইমাম হাসিম।এতে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়ন’ উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডাঃ আবু হেনা মোস্তফা কামাল। প্রশিক্ষণে জানানো হয়, আমাদের দেশে প্রাপ্ত বয়স্ক পুরুষদের সাড়ে ২৫ ভাগ এবং নারীদের পৌনে দশ ভাগ মৃত্যুর কারণ তামাক। যা উন্নয়নশীল যে কোন দেশে তামাকজনিত গড় মৃত্যুর চাইতে বেশি। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন, ২০৪১ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার অভিষ্ট লক্ষ্য নির্ধারণ করা রয়েছে। যার কারণে জনসচেতনা সৃষ্টির মাধ্যমে তামাক চাষ পরিহার এবং ধুমপান পরিহারে আমাদের সবাইকে কাজ করতে হবে। ধূমপানের বিজ্ঞাপন প্রচার বন্ধে নীলফামারী ব্যতিক্রম উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে নীলফামারীকে ধুমপানের বিজ্ঞাপন-প্রচারমুক্ত করা হয়েছে। বিভিন্ন দফতরের প্রধানসহ ৫০ জন অংশগ্রহণ করেন এই প্রশিক্ষণে।

 





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST