গাজীপুর প্রতিনিধি,
গাজীপুর সিটি করপোরেশনের সালনা বাজার এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েঢাকা-রাজশাহী ট্রেন চলাচল বন্ধ। শুক্রবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সুব্রত দাস জানান, সালনা বাজার এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে ঢাকাগামী রংপুর এক্সপ্রেসের একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়। তবে ট্রেনটি লাইন থেকে পড়ে যায়নি।রেলওয়ে পুলিশ জানায়, এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে ঘটনার পর থেকে ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জয়দেবপুর রেলওয়ে জংশন সূত্র জানান, উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসছে। উদ্ধারকাজ শেষ হতে কত সময় লাগবে, তা এখনই বলা যাচ্ছে না।