ঘোষনা:
শিরোনাম :
রেলওয়ের অফিস দখলের অভিযোগ

রেলওয়ের অফিস দখলের অভিযোগ

নুর মোহাম্মদ ওয়ালীউর রহমান রতন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি,
নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের সীলগালা করে রাখা পিডবিøউআই (পারমানেন্ট ওয়ে ইন্সপেক্টর) অফিস ও ৪টি গোডাউন ঘর দখলের অভিযোগ মিলেছে। এ অভিযোগ একই অফিসের কর্মচারীর ওয়েম্যান মোল্লা মো. বোরহান উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় সৈয়দপুরে রেলওয়ে উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী (পথ) মো. সুলতান মৃধা রেলওয়ে উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী (কার্য) বরাবর লিখিত অভিযোগ করেছেন। আর এ অভিযোগের অনুলিপি রেলওয়ের বিভিন্ন উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর দেওয়া হয়েছে।
এদিকে একজন রেলওয়ে কর্মচারী কর্তৃক প্রকাশ্যে রেলওয়ের সীলগালা করা অফিস ও চারটি গোডাউন ঘর দখলে নেওয়ার ঘটনায় রেলওয়ে শহর সৈয়দপুরে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
রেলের সূত্রমতে, প্রায় তিন বছর আগে সৈয়দপুর শহরের স্টেশন এলাকায় বাংলাদেশ রেলওয়ের উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলীর (পথ) একটি নতুন অফিস নির্মাণ করা হয়েছে। ফলে স্টেশন রোডে রেলওয়ে মাঠের সামনে অবস্থিত পিডবিøউআই এর পূর্বের অফিস ও চারটি গোডাউন ঘর সীলগালা করে রাখা হয়। এসব গোডাউনে রেলওয়ে কিছু মালামাল মজুদ ছিল। এ অফিসের পাশে রয়েছে রেলওয়ের পরিদর্শক বিশ্রামাগার।
লিখিত অভিযোগে জানা যায়, সীলগালা করে রাখা রেলওয়ের পুরাতন পিডবিøউআই অফিস ও চারটি গোডাউন ঘরের প্রতি লোলুপ দৃষ্টি পড়ে একই অফিসের কর্মচারী মোল্লা মো. বোরহান উদ্দিনের। তিনি তাঁর পূর্ব পরিকল্পনা অনুযায়ী তিন মাস আগে পিডবিøউআই অফিস ও চারটি গোডাউন ঘরের সীলগালা প্রকাশ্যে ভেঙ্গে সেসব দখলে নেয়। পরবর্তীতে তিনি অফিস ও গোডাউন ঘরগুলো আবাসিকে পরিণত করেন। আর সেই থেকে সেখানে তাঁর পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন তিনি।
অফিস ও গোডাউন ঘর দখলে নেওয়ার বিষয়ে গত সোমবার (১৮ জুলাই) দুপুরে মোবাইল ফোনে কথা হয় ওয়েম্যান মোল্লা বোরহান উদ্দিনের সাথে। তিনি সাবেক পিডবিøউআই অফিস ও চারটি গোডাউন ঘর নিজের দখলে নিয়ে আবাসিক হিসেবে বসবাসের সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, সেটি আমার নামে বরাদ্দের জন্য রেলওয়ের উর্ধ্বতন উপ-সহকারি (কার্য) বরাবরে আবেদন করেছি। আশা করি খুব শিগগিরই সেটি আমার নামে বরাদ্দ মিলবে।
তিনি আরো জানান, পুরাতন পিডবিøউআই অফিস ও গোডাউন ঘরগুলো সীলগালা করে রাখায় সেসব আঁখড়ায় পরিণত হয়েছিল। পিডবিøউআই স্যারের নির্দেশে আমি দেখভাল করে আসছি।
সৈয়দপুর রেলওয়ে উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী (পথ) মো. সুলতান মৃধা সীলগালা করা পুরাতন অফিস ও চারটি গোডাউন ঘর তাঁর আন্ডারস্টাফ (ওয়েম্যান) মো. মোল্লা বোরহান উদ্দিন কর্তৃক দখলের কথা স্বীকার করেন। এ ঘটনায় রেলওয়ের উর্ধতণ কর্তৃপক্ষ বরাবরে লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ের উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী (কার্য) মো. শরিফুল ইসলামের মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ না করায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST