মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
নীলফামারীতে পাট ক্ষেত থেকে নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ জুলাই/২২) আনুমানিক আড়াইটার দিকে নীলফামারী পৌরসভার আারাজী কানিয়ালখাতা এলাকায় একটি পাট ক্ষেত থেকে শিশুর মরদেহটি দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা ৯৯৯ এ খবর দিলে ঘটনাস্থলে সদর থানার পুলিশ এসে শিশুর মরদেহটি উদ্ধার করেন।
এলাকার মোঃ আজগার আলীর (৭৫) ছেলে মোঃ আইনুল (৩৫) বলেন, আমি মৃত আাহমদ আলীর ছেলে সাজু ইসলামের (৩৮) পাট ক্ষেতে ঘাস কাটতে গিয়ে লাল কাপর দিয়ে মোড়ানো একটি ব্যাগ দেখতে পাই। সাথেসাথে এলাকাবাসীদের খবর দিলে তারা এসে ব্যাগটি খুললে তার মধ্যে একটি নবজাতক শিশুর লাশ দেখতে পাই।
একই এলাকার তহিদুল ইসলামের (৪২) ছেলে মোঃ আরিফ (১৯) বলেন, পাট ক্ষেতে শিশুটির লাশ দেখতে পেয়ে আমি ৯৯৯ এ কল দেই।
নীলফামারী সদর থানার এস আই মোশাররফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটির লাশ উদ্ধার করা হয়। অজ্ঞাত শিশুটির কোনও পরিচয় পাওয়া যায়নি।